এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের মাঝেই পাহাড়েও কি পড়তে চলেছে ভোটের ঢাকে কাঠি? জল্পনা তুঙ্গে

পঞ্চায়েতের মাঝেই পাহাড়েও কি পড়তে চলেছে ভোটের ঢাকে কাঠি? জল্পনা তুঙ্গে

পঞ্চায়েতের মাঝেই পাহাড়েও কি পড়তে চলেছে ভোটের ঢাকে কাঠি? জল্পনা তুঙ্গে। দিল্লি যাওয়ার বদলে বিনয় তামাং, আনীত থাপাড়া কয়েকজন মন্ত্রী ও প্রশাসনের কর্তাব্যক্তির সাথে আলোচনা সারার পর পাহাড়ে ফিরে আসেন । তারা ফিরতেই দার্জিলিংয়ে জিটিএ ভোট এর প্রস্তুতি শুরু হয়ে যায়। পঞ্চায়েত ভোট মিটলেই পাহাড়ে ভোট শুরু হতে পারে বলে দার্জিলিঙে জল্পনা শুরু হয়েছে জোর কদমে। এদিকে রাজ্য জিটিএ-র মেয়াদ বাড়িয়েছে ছমাস এবং তার তত্ত্বাবধানের প্রধান হয়েছেন বিনয় তামাং। উন্নয়নের কাজে জিটিএ কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছ থেকেই অর্থ সাহায্য পেয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে তত্ত্বাবধায়ক পর্ষদ চালু রেখে ভোটে জিতে ক্ষমতায় আসতে আগ্রহের বিষয়টি প্রকাশ পেয়েছে দলের একাংশের মধ্যে। মোর্চার সহ সভাপতি সতীশ পোখরেলের কথায়, ”আমজনতার রায় নিয়েই আমরা পাহাড়ের উন্নয়নের কাজ করতে চাই। সে জন্য সংগঠনে জোর দেওয়া হচ্ছে। গ্রামে গ্রামে কমিটির কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। আমরা জনতার রায় নেওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছি।” টানা তিন দিন কলকাতায় থাকার পর বৈঠক সেরে দিল্লিতে গিয়ে পাহাড়ের ১১ টি সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণী ভুক্ত করার আর্জি জানানোর কথা ছিল বিনয় ও অনীতের। জানা গেছে কলকাতায় থাকাকালীনই জিটিএ ভোটের বিষয়টিকে জরুরি ভিত্তিতে প্রাধান্য দেওয়ার কথা ভাবেন বিনয় ও অনীত। এ দিন বিনয় নিজেই প্রশাসনিক স্তরে আলোচনার কথা জানিয়ে বলেন, ”বর্তমানে গোর্খাদের যে শংসাপত্র দেওয়া হয়, তা প্রশাসনের মাধ্যমে বিলি হয়ে থাকে। সেটা জিটিএ দেবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে।” সিকিমের নামি সাহিত্যিক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন উপশ্রমমন্ত্রী শিবকুমার রাইয়ের জন্মদিন উপলক্ষে বিনয় অনীত সিকিমের উদ্যেশে রওনা হয়েছে এবং এই উপলক্ষে মুখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছেবার্তাও পাঠিয়েছেন বলে জানা বিনয় তামাং। এদিকে তদানীন্তন বিমল গুরুং-এর ঘনিষ্ঠ যুব নেতা তথা বর্তমান যুব মোর্চার সভাপতি অলককান্ত মনি থুলুং বিমল গুরুং প্রসঙ্গে বলেন,”বিমল গুরুংয়ের অধ্যায় পাহাড়ে শেষ। শান্তি বজায় রেখে উন্নয়ন চলছে। জনতার রায় নিয়ে নতুন অধ্যায় শুরু হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!