এখন পড়ছেন
হোম > রাজ্য > বাবা-মা মারা যাওয়ায় বাড়ি খালি, তাই পঞ্চায়েতের প্রার্থী হয়ে ‘সমাজসেবা’ মন্ত্রীর স্ত্রীর

বাবা-মা মারা যাওয়ায় বাড়ি খালি, তাই পঞ্চায়েতের প্রার্থী হয়ে ‘সমাজসেবা’ মন্ত্রীর স্ত্রীর

এতদিন অবধি রাজনীতি ও দলীয়কর্মে ব্যস্ত ছিলেন পরিবারের কর্তা শ্যামল সাঁতরা , এবারে তাঁর পাleaderশে যোগ্য গৃহিনী হিসেবে রাজনীতিতে ও দলীয় কর্মে অংশ গ্রহণ করতে চলেছেন স্ত্রী প্রীতিকণা সাঁতরা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরার স্ত্রী প্রীতিকণা সাঁতরা এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী মনোনীত হয়েছেন। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মোট তিনটি দফায় অনুষ্ঠিত হবে। যায় মধ্যে প্রথম দফায় নির্বাচনের জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখানে ৯ই এপ্রিল অবধি মনোনয়নপত্র পেশ করার প্রক্রিয়া কার্যকরী থাকলেও প্রার্থী প্রীতিকণা দেবী হাতে সময় থাকতেই স্বামীর সাথে বিষ্ণুপুর মহকুমাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়নপত্র পেশ করেছেন। ঘরের গৃহিনী থেকে সরাসরি রাজনীতিতে প্রবেশ করার কারণে স্বামী শ্যামল বাবু সবসময়েই নজর রেখে চলছেন স্ত্রীর প্রতি। হঠাৎ করে স্ত্রী প্রীতিকণা দেবীর রাজনীতিতে অংশ গ্রহণ প্রসঙ্গে শ্যামল বাবু বললেন, ” ‘কিছুদিন আগেই আমার বাবা-মা মারা গিয়েছেন। বাড়িটা এখন একদম খাঁ খাঁ করে। একটা একাকিত্ব বাড়ির কোনায় কোনায়। চেয়েছিলাম আমার স্ত্রীও ব্লক বা পঞ্চায়েত স্তরে সুযোগ মতো মানুষের জন্য কাজ করুক। আশা করি সফল হবে।” দলের স্থানীয় কর্মীরা এ হেন দম্পতি পেয়ে স্বভাবতই বেজায় খুশি হয়ে বললেন ,”স্বামীর এমন সমর্থন যাঁর সঙ্গে তিনিও এগিয়ে যাবেনই।” এবার প্রীতিকণা দেবীকে তাঁর জীবনের নতুন অধ্যায়ের কথা জানতে চাওয়া হলেতিনি বললেন, ”খুবই ভালো অভিজ্ঞতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে আমি তো একজন ‘ছোটো সৈনিক’। মানুষের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি, এর থেকে ভালো আর কী-ই বা হতে পারে। আশা করি এগিয়ে যেতে পারব।”
এলাকার সাধারণ মানুষের জন্যে উন্নয়নের কাজে অংশ নিতে পেরে পারছেন ভেবে যারপরনাই আপ্লুত তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!