এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বড় ঘোষণা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্রের

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বড় ঘোষণা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্রের

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিচ্ছিন্ন হিংসা ও হানাহানির ঘটনায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বেশ ভীত ও সন্ত্রস্ত। মনোনয়ন পত্র পেশ এবং প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে দু দিন আগের রায়গঞ্জের হিংসার ঘটনার প্রতিরোধ হবেই বললেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গতকাল রাজ্যে সিপিএম এর সদর দফতর আলিমুদ্দিন স্ট্রীট থেকে এক সাংবাদিক সম্মেলনে সূর্যকান্ত বাবু বললেন, “নমিনেশন নিয়ে যত গন্ডগোল হোক না কেন,

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কোনওভাবেই বিনা প্রতিরোধে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। আমাদের প্রতিনিধিরা নমিনেশন জমা দিতে গিয়ে বার বার সংঘর্ষের মুখে পড়ছেন। তাঁদের মারধর করা হচ্ছে। এই ধরনের আক্রমণ ঠেকাতে প্রার্থীদের বলছি দল বেঁধে নমিনেশন জমা দিতে যান। যারা প্রার্থীদের নমিনেশনের সমর্থন করছেন, তাঁরাও সঙ্গে যান। দল বেঁধে গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। সেই সঙ্গে আক্রমণের মুখে পড়লে পালটা প্রতিরোধ গড়ে তোলা যাবে। আক্রমণকারীরাও সাবধান হয়ে যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!