এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনের আগেই বাংলার মানুষের জন্য বড় ‘উপহার’ নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনের আগেই বাংলার মানুষের জন্য বড় ‘উপহার’ নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত দেশের প্রান্তিক এলাকাগুলিতেও বিদ্যুৎ পৌঁছানোর সিদ্ধান্তকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সর্বত্র বিদ্যুৎ সংযোগ করার সংকল্প নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে জোড় কদমে চলছে রাজ্যে বিদ্যুতায়নের জন্যে নেওয়া রাজ্যসরকারের এই পদক্ষেপ। রাজ্যে সরকারের পক্ষ থেকে দরিদ্র রাজ্যবাসীর বাড়িতে নিখরচায় বিদ্যুত্‍ পৌঁছে দিতে বাজেটে ১৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যার ওপর সম্বল করে গ্রামীণ এলাকার ২ লক্ষ ৫৩ হাজার বাড়িতে নতুন বিদ্যুত্‍ সংযোগ পৌঁছে যাবে। পঞ্চায়েত নির্বাচনে আর মাত্র কদিন বাকি এই অল্প সময়ে বিদ্যুতায়নের এই পরিকল্পনা সফল করা সম্ভব না হলেও চলতি বছরের ৩১ শে ডিসেম্বরের মধ্যেই এই উদ্যোগের সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে জানা গেছে। বিদ্যুতায়নের পরিকল্পনার মূল লক্ষ্য রাজ্যের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা সহ মোট ১৯ জেলার গ্রামে বিদ্যুত্‍ পৌঁছে দেওয়া। এছাড়াও সুন্দরবনের কিছু দ্বীপ এলাকা, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ের দুর্গম এলাকায় বিদ্যুত্‍ পৌঁছনোর পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে। একইসাথে নানা এলাকায় সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!