এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচনেই গেরুয়া উত্থান, মিলতে পারে প্রধান বিরোধীর তকমা, ইঙ্গিত সমীক্ষায়

পঞ্চায়েত নির্বাচনেই গেরুয়া উত্থান, মিলতে পারে প্রধান বিরোধীর তকমা, ইঙ্গিত সমীক্ষায়

এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে প্রধান বিরোধীর জায়গা পেতে পারে বিজেপি এমনটাই ইঙ্গিত দিচ্ছে এবিপি আনন্দ,সি ভোটারদের সমীক্ষা।আসন সংখ্যায় তৃণমূল এগিয়ে থাকলেও ভোট শতাংশে এগিয়ে থাকবে গেরুয়ামহল ফলে শক্তি ক্ষয় হওয়ার আশঙ্কা তৃণমূলদলের।তৃণমূলের আসন ৫৩১ থেকে বেড়ে হবে ৫৩২।গেরুয়া দল দ্বিতীয় স্থানে আসবে ১৪৪ আসন পেয়ে আর

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সবথেকে বেশি শক্তি ক্ষয় হতে পারে বামেদের। তারা তৃতীয় স্থানে থাকবে ৯০ টি আসন পেয়ে আর চতুর্থ স্থানে কোনোরকমে যায়গা পাবে কংগ্রেস।তাদের সম্ভাব্য আসন ৪৯ টি এবং অন্যান্যরা পেতে পারেন ১০ টি আসন।পরিসংখ্যান বলছে গত ভোটে বিজেজির ভোট ৩% ছিল সেটা এবার বেড়ে হতে পারে ২৪%।ফলে তারা যে শুধু বাম কিংবা কংগ্রেসের শক্তি কমাবে তাই নয়,বিপদে পড়তে পারে শাসকদলও।
প্রাপ্ত ভোটের সম্ভাব্য চেহারাও উঠে এসেছে সমীক্ষায়। তাতে দেখা যাচ্ছে, ২০১৩ সালে তৃণমূল পেয়েছিল ৪৪ শতাংশ ভোট। সেটা এবার কমে ৩৫ শতাংশ হতে পারে। দ্বিতীয় স্থানে থাকা বামেদের ৩৯ শতাংশ কমে হতে পারে ১৪ শতাংশ আর কংগ্রেসের ১৩ থেকে কমে ৫ শতাংশ ভোট। তিন দলের মোট ভোট কমছে ৩৯ শতাংশ। আর তার ২১ শতাংশ পেয়ে বিজেপির প্রাপ্ত ভোট ৩ থেকে বেড়ে ২৪ শতাংশ হতে পারে। অন্যান্যদের প্রাপ্ত ভোটও ১ থেকে ১৯ শতাংশ বেড়ে হতে পারে ২০ শতাংশ।ফলে খানিকটা অস্বস্তিতে ফেলছে শাসকদলকে বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!