এখন পড়ছেন
হোম > রাজ্য > আজ হতে পারে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

আজ হতে পারে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা


রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আজ হতে পারে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা।জানা যাচ্ছে আজ দুপুরে পঞ্চায়েত দপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ দাসের সঙ্গে বিশেষ বৈঠকে বসবে নির্বাচন কমিশন।আর তার পরেই সর্বসম্মতি মিললে ঘোষণা করা হবে ভোটের দিন। এদিকে জানা যাচ্ছে যে গতকালকেই শেষ হয়েছে পঞ্চায়েতের মনোনয়ন স্ক্রটিনির কাজ। আর আজ থেকে তিনদিন মনোনয়নপত্র প্রত্যাহারের কাজ চলবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এই সবের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে আগামী ১৪ এবং ১৬ মে ভোটের দিন স্থির করা হতে পারে।এদিকে রাজ্যের পঞ্চায়েত আইন অনুযায়ী মনোনয়ন প্রক্রিয়ার ২১ দিন পর ভোট করতে হবে আর তাই ১৪ মে হলো একেবারে উপযুক্ত দিন।আর সরকার চাইছে যে ১৪ মে একদফাতেই পঞ্চায়েত ভোট শেষ হোক কিন্তু কমিশন চেয়েছিলেন তিন দফায় ভোট করতে অবশ্য পরে দু’দফায় ভোটে সম্মতি জানায় রাজ্য।ফলে দু’দফাতেও হতে পারে পঞ্চায়েত ভোট। প্রথেমে অবশ্য কিঞ্চিত আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। কেননা তাদের মূল দাবি ছিল রমজানের আগে ভোট প্রক্রিয়া শেষ করা হোক।তবে জানা যাচ্ছে যে ১৬ মে রাতে হবে রমজানের বিশেষ নামাজ ফলে সকালে ভোট হলে কোনো অসুবিধা হবে না। তাই ওয়াকিবহাল মতে আগামী ১৪ মে ও ১৬ মে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। যদিও দুপুরের বৈঠকেই দিকে তাকিয়ে গোটা বাংলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!