এখন পড়ছেন
হোম > রাজ্য > দিনভর অশান্তিতে ভেস্তে গেল কমিশন-সরকার বৈঠক, পঞ্চায়েত ভোট নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা

দিনভর অশান্তিতে ভেস্তে গেল কমিশন-সরকার বৈঠক, পঞ্চায়েত ভোট নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা


মনোনয়নপত্র পেশের অতিরিক্ত দিনের সময়সীমার সমাপ্তি হলেও এখনো রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সময়সূচী প্রকাশিত হলো না। এদিন মনোনয়নপত্র পেশের ঘটনা নির্বিঘ্নে সমাপ্ত হলে দিনের পরবর্তী পর্যায়ে রাজ্য নির্বাচন কমিশন আগামী নির্বাচনের সময়সূচী স্থির করতে বৈঠকে বসার পরিকল্পনা ছিলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এদিনের মনোনয়নপত্র পেশের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় নানা বিচ্ছিন্ন সন্ত্রাসের ঘটনার জেরে পূর্ব পরিকল্পনা মত বৈঠকের আয়োজন করা সম্ভব ছিলোনা। তাই স্থির হয় মঙ্গলবার বৈঠক হবে। কমিশন প্রথমে সর্বদলীয় বৈঠকের পরে রাজ্য সরকারের সাথে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ কমিশন চুড়ান্ত করবে। উল্লেখ্য অন্যবারের তুলনায় এই বছরের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নানাভাবেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। রাজ্য জুড়ে হয়ে চলা বিচ্ছিন্ন সন্ত্রাসের ঘটনা এবং আদালতে বিরোধী দলের দায়ের করা মামলা পালটা মামলায় এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এরফলে রাজ্যের নির্বাচন কমিশনও তাদের কার্যকলাপে স্বাভাবিক স্বতঃস্ফূর্তততা দেখাতে ব্যর্থ হচ্ছে। এখন রাজ্য জুড়ে ঘটা বিচ্ছিন্ন মূলক সন্ত্রাসের ঘটনায় শাসক পক্ষ ও বিরোধী পক্ষের অবস্থানের ওপরে ভিত্তি করেই পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!