এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আবহে রাজ্যে নজিরবিহীন সন্ত্রাস, নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল

পঞ্চায়েতের আবহে রাজ্যে নজিরবিহীন সন্ত্রাস, নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল


রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দফার দফায় রাজ্যের নানা অংশে বিচ্ছিন্ন হিংসার সাক্ষী পশ্চিমবঙ্গবাসী। এমত অবস্থায় রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে এদিন গেরুয়া শিবির রাজভবনে গিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করলে , রাজ্যপাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অমরেন্দ্রকুমার সিংকে তাঁর সাথে সাক্ষাতের নির্দেশ দিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এই ঘটনাকে কেন্দ্র করে সরব হলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বললেন ,”রাজ্যপাল শুধু বিজেপির কথাই শুনছেন। তাঁর নিরপেক্ষতা নিয়ে তাই বারবার প্রশ্ন উঠে পড়ছে। একটা রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে তিনি এই পক্ষপাতদুষ্ট আচরণ করতে পারেন না।” এদিন পার্থ বাবু দাবি করলেন যে এখন রাজ্যের মানুষও রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন । এদিন রাজভবনে রাজ্যপালকে স্মারকলিপি দিয়ে বেরিয়ে আসার পর রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যম কে বললেন, “আমরা এবার দলবল নিয়ে মনোনয়ন জমা দেব, পঞ্চায়েত ভোটে পাল্টা মারব। তাতে যদি শ্মশানে যায় যাবে। কিন্তু তাঁদের কেউ আটকাতে পারবে না।” বিজেপি সভাপতি সভাপতির এ হেন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল মহাসচিব পার্থ বাবু জানালেন, “বিজেপি রাজ্য সভাপতির এই ধরনের মন্তব্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। বিজেপি উসকানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!