এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগে বিজেপির বিধানসভা প্রার্থীকে ছিনিয়ে বড় ধাক্কা তৃণমূলের

পঞ্চায়েতের আগে বিজেপির বিধানসভা প্রার্থীকে ছিনিয়ে বড় ধাক্কা তৃণমূলের

নেতার নাম – শচীন অধিকারী। নিবাস – কোচবিহার। রাজনৈতিক পরিচয় – ২০১৬ সালের আগে পর্যন্ত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী। ২০১৬ সালে বিজেপির প্রার্থী। এরপরে বিজেপির জেলা সহ-সভাপতিও মনোনীত হয়েছিলেন। ২০১৮ সালে ৫ই এপ্রিল পুনরায় তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়ে নিজের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিলেন। বেশ কিছুদিন আগে তিনি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি ছিলেন । এদিন রবীন্দ্রনাথ বাবু প্রাক্তন নেতার পুনরায় দলে প্রত্যাবর্তন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বললেন, ” জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ জন বিজেপি কর্মী নিয়ে শচীন অধিকারি দলে ফিরতে চেয়েছিলেন, আগে রাজ্য সভাপতিকে লিখিত আবেদন করেছেন, তার পরেই তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হল।” অন্যদিকে শচীন অধিকারী বলেন “দেশ জুড়ে বিজেপি জঘন্য নোংরা সাম্প্রদায়িক রাজনীতি করছে, এই সব ভাল লাগছে না তাই নিজের পুরোনো দলেই ফিরে এলাম।” বিজেপি নেতার দল পরিবর্তন করে পুনরায় পুরোনো দলে ফিরে যাওয়া প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি নিখিল রঞ্জন দে বললেন “বর্তমানে শচীন অধিকারি আমাদের দলের সঙ্গে নেই, উনি টিকিট পাওয়ার লোভে বিজেপিতে এসেছিলেন, হেরে যাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি।” এত কিছুর পরেও রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত নির্বাচনের আগে শচীনবাবু তার পুরনো দলে ফিরে যাওয়ায় কার্যতই নাকাল হলো বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!