এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোটের আগে জল্পনা বাড়িয়ে দলীয় নেতাদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

পঞ্চায়েত ভোটের আগে জল্পনা বাড়িয়ে দলীয় নেতাদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের


মে মাসে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে গত শুক্রবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা তৃণমূলের এসসি/এসটি সেলের বার্ষিক সম্মেলনে। সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক শুভাশিস বটব্যাল, জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী সহ দলের সমস্ত স্তরের জনপ্রতিনিধি ও এসসি/এসটি সেলের পদাধিকারীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দলীয় এই সম্মেলনে দলের সর্ব স্তরের কর্মীদের তাদের দায়িত্বভার সম্পর্কে সচেতন করে প্রাক্তন বিধায়ক শুভাশিস বটব্যাল তাঁর ভাষণে বললেন, অনেকের ধারণা হয়ে গিয়েছে, সংরক্ষণের আওতায় তপশিলী জাতি বা উপজাতির একজন গ্রাম পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি হবেন। তা হোক, ওকে চেয়ারে বসিয়ে রেখে পঞ্চায়েত চালাব আমি। জেনে রাখুন, এটা হবে না, কিন্তু সেই আশা পূর্ণ হবে না অন্যদের কেননা আমাদের তপশিলী জাতি/উপজাতি ঘরে কি বিএ, এমএ, ইঞ্জিনিয়ার পাশ কিম্বা ডাক্তারি পাশ করা ছেলে মেয়ে রয়েছে তাছাড়া এখন ঘরে ঘরে বিএ/এমএ পাশ ছেলে মেয়ে রয়েছে।” সভায় উপস্থিত তপশিলী জাতি ও উপজাতি ভুক্ত মানুষেদের মনোবল বৃদ্ধি করতে তিনি বললেন , ”আপনারা পিছিয়ে থাকবেন না। মাথা উঁচু করে পঞ্চায়েত পরিচালনা করবেন।” এসবের মধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে উদ্বুদ্ধ এই প্রাক্তন বিধায়ক , দল নেত্রীর নাম স্মরণ করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন , ”কোন দু’নম্বরি কাজের মধ্যে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বার বার এই কথাটাই বলেছেন। গরীব মানুষের উন্নয়নে কাজ করুন। তবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!