এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিকে মাস্টারস্ট্রোক দিয়ে পঞ্চায়েতে প্রার্থী বাছাই নিয়ে বড়সড় ঘোষণা করলো তৃণমূল

বিজেপিকে মাস্টারস্ট্রোক দিয়ে পঞ্চায়েতে প্রার্থী বাছাই নিয়ে বড়সড় ঘোষণা করলো তৃণমূল


সামনের পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে সব দলই পাখির চোখ করেছে বাদ যায়নি তৃণমূলও।এদিকে তৃণমূল ভাষণে বলেছে যে আগামী পঞ্চায়েত ভোট বিরোধী শূন্য করতে হবে। আর শুধু বললেই তো হবে না তার জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে। আর তাই পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের মধ্যে দিয়েই সেই প্রস্তুতি শুরু করলো তৃণমূল। এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে দুর্নীতিগ্রস্তদের বরদাস্ত করব না। স্বচ্ছ ভাবমূর্তিকেই আমরা সবথেকে বেশি গুরুত্ব দেব। সেই সঙ্গে পুরানোদেরও প্রাপ্য মর্যাদা দেওয়া হবে। তিনি এদিন জানান, “রাজ্য স্তরে ৫ জনের একটি কমিটি রয়েছে। রয়েছে জেলা পর্যবেক্ষক এবং জেলা সভাপতিও। তাদের মাধ্যমেই প্রার্থী বাছাইয়ের কাজ হবে। কোর কমিটির বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের প্রার্থী বাছাইয়ের নীতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। স্বচ্ছ ভাবমূর্তিকেই আমরা সবথেকে বেশি গুরুত্ব দেব।”  পাশাপাশি পার্থবাবু জানান,“নতুনদের সঙ্গে রাখলেও পুরানোদেরও যোগ্য সম্মান এবং মর্যাদা দিতে হবে।”এদিন ফের জানালেন যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে কোথাও দেখা যাবে না।রাজনৈতিকমহলের মতে যাতে বিজেপি দলের বিক্ষুব্ধ পুরোনো কর্মীদরে কাছে টানতে না পারে তার জন্য মাস্টার ষ্টোক  দিলো তৃণমূল এটা। যদি সত্যিই পুরোনো বিক্ষুব্ধদের নির্বাচনের টিকিট দেওয়া হয় তবে বিজেপির আসায় জল পর্বে বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!