এখন পড়ছেন
হোম > রাজ্য > বীরভূমে মনোনয়ন জমা দেওয়া নিয়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের,

বীরভূমে মনোনয়ন জমা দেওয়া নিয়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের,


পঞ্চায়েত ভোটার দামামা বাজার সাথে সাথেই শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠলো। আগামী ৩রা মে বীরভূমে পঞ্চায়েত ভোট। আর তাই আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।কিন্তু বিরোধীদের অভিযোগ যে তাদের মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হচ্ছে না। কোথাও পুলিশ তাঁদের বাধা দিচ্ছে,আবার কোথাও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রামপুরহাট-১ নম্বর ব্লকে মনোনয়ন পত্র জমা দিতে গেলে পুলিশ বিজেপি প্রার্থীদের ব্লক অফিস থেকে বের দেয় বলে অভিযোগ।অন্যদিকে সাঁইথিয়া ব্লকের আমোদপুরে ব্লক অফিস যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি দুবরাজপুরে ,নলহাটি ১ নম্বর ব্লকে বাউটিয়া অঞ্চলে বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লাভপুর ও নানুরে বিরোধীদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়। ইলামবাজার ব্লক অফিসে কয়েকজন বিরোধী প্রার্থী মনোনয়নপত্র নিতে ঢুকলে তাদেরকেও দুষ্কৃতীরা বাধা দেন ও মারধর করেন।এই নিয়ে বিজেপি ব্লক সভাপতি সাধন ধীবর জানান যে, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে। তারা পুলিশের সামনেই আমাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এলাকা ছাড়া করেছে।”এই নিয়ে বিজেপি-র জেলা পর্যবেক্ষক সমীরণ সাহা বলেন, “এখানে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক দল। সর্বত্র আমাদের কর্মীদের মেরে বের করে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও মনোনয়নপত্র তুললেও বাইরে বের হতেই তা ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।”এই নিয়ে কংগ্রেসের মিল্টন রশিদ বলেন, “আমার নির্বাচনী ক্ষেত্রের দুটি ব্লকে শাসক দল কাউকে ঢুকতে দিচ্ছে না। আমি বিষয়টি জেলাশাসককে লিখিতভাবে জানিয়েছি। আমি চাই সর্বত্র সব প্রার্থী মনোনয়ন জমা করুক।বীরভূমের সর্বত্র একই ছবি দেখা যাচ্ছে বলেও অভিযোগ বিরোধীদের তবে এই নিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের মতে এসব মিথ্যা রটনা।এই নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, “বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। তারা প্রার্থী পাচ্ছে না। তাই এসব অভিযোগ আনছে। সেরকম হলে তারা পুলিশের কাছে অভিযোগ করুক। মনোনয়ন পত্র জমা হচ্ছে শান্তিপূর্ণ ভাবেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!