এখন পড়ছেন
হোম > রাজ্য > বুদ্ধিজীবীদের সব দাবি উড়িয়ে, বিজেপি ‘তত্ত্বকে’ সামনে রেখে আসরে পার্থ চট্টোপাধ্যায়

বুদ্ধিজীবীদের সব দাবি উড়িয়ে, বিজেপি ‘তত্ত্বকে’ সামনে রেখে আসরে পার্থ চট্টোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষ্য করে রাজ্যে হিংসা ও সন্ত্রাসের পরিবেশের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন শাসক শিবিরের অনুগত বুদ্ধিজীবিরা। বুধবার রাজ্যের বর্তমান অশান্ত পরিবেশের কথা উল্লেখ করে এবং সরকারের কার্যকলাপ নিয়ে তাঁরা সরব হলেন।এদিনই সন্ধ্যায় বিদ্বজ্জনদের একাংশের ক্ষোভ সামলাতে আসরে হাজির তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।পার্থ বাবু জানালেন বিক্ষুদ্ধ সকলের সাথেই মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে । কিন্তু বিজেপি সরকার বিরোধী ভুল তথ্য দিয়ে তাঁদের স্বাভাবিক বিচার বুদ্ধিকে ভুল পথে পরিচালিত করছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের সাংবাদিক সম্মেলনে বুদ্ধিজীবিদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন , নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চক্রবর্তী, সমাজকর্মী মীরাতুন নাহার, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, পল্লব কীর্তনীয়া-সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। এদিন প্রতুল মুখ্যোপাধ্যায় বললেন, ”প্রভুত্ব করে বেশিদিন শাসন করা যায় না।” গায়ক পল্লব কীর্তনিয়া বললেন, ”শাসক দলের এক নেতা ঘোষণা করছেন, বিরোধীশূন্য হলে জেলায় জেলায় পাঁচ কোটি টাকা উন্নয়ন তহবিলে দেবেন। এ কেমন আচরণ?” নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী বললেন, “গণতন্ত্র আজ দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে। রাজ্যে প্রতিবারই ভোটে অশান্তি হয়, কিন্তু এবার যেন সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছে।” রাজ্যের শাসকদলের একদা ঘনিষ্ঠ এই বুদ্ধিজীবিদের আচরণে হঠাৎই এমন সরকার বিরুদ্ধতা স্বভাবতই শাসকদলের কপালে ভাঁজ  তৈরী করছে। সরকার পক্ষের বুদ্ধিজীবিদের এহেন আচরণের ময়নাতদন্ত না করে পার্থ বাবু মেজাজ সংযত রেখেই বললেন, ”বিজেপি নজর ঘোরানোর চেষ্টা করছে। কয়েকটি টিভি চ্যানেলের অতিরঞ্জিত প্রচার দেখে মনে হচ্ছে যেন শাসক দল অশান্তি করছে। কিন্তু কই, একটাও নথি এনে তো কেউ দেখাতে পারছেন না!” এবং তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের প্রতি দলের মহাসচিবের বার্তা, ”যে ধারণা নিয়ে একদিন আমাদের উপর বিশ্বাস রেখেছেন, সে বিশ্বাস অটুট থাকবে। বিরোধীদের প্রতি যে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখান, তা বজায় থাকবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!