এখন পড়ছেন
হোম > রাজ্য > একাধিক জেলা বিরোধীশূন্য, মানুষ উন্নয়ন দেখেই তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন: পার্থ চ্যাটার্জি

একাধিক জেলা বিরোধীশূন্য, মানুষ উন্নয়ন দেখেই তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন: পার্থ চ্যাটার্জি

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েয়েত নির্বাচনে প্রাক্ আবহে বহু জেলা বিরোধীর শূন্যতায় খুশির হাওয়া ঘাস শিবিরে।বর্ধমান-বীরভূমে তৃণমূলের একাধিপত্যের ছবি ধরা পড়ায় উল্লাসিত তারা।সোমবার সাংবাদিক বৈঠক করে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গ্রামীন অর্থনীতি যেভাবে চাঙ্গা করে তুলেছেন তারই ফল এটা।বিরোধীদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।রাজ্যের তিনটি স্তর মিলিয়ে তারা মাত্র ৪৯% মনোনয়ন পত্র জমা দিতে পেরেছেন।তাদের কোনো প্রার্থী নেই।মানুষ উন্নয়ন দেখেছে বলেই তৃণমূলকে সমর্থন করছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্যদিকে বিরোধী শিবির দাবী করেছিলো মা মাটি মানুষের সরকার সন্ত্রাস সৃষ্টি করে তাদের মনোনয়ন পত্র জমা দেওয়াতে বাধা সৃষ্টি করেছে বহু জায়গায়।তা নিয়ে বিরোধীদের কমিশন থেকে আদালত অব্দি দৌড়াতে দেখা গেছে।পদ্মশিবির বহু চেষ্টা করেছিলো এ বিষয়ে।কিন্তু তাদের পরিশ্রম একযোগে খারিজ হয়ে গেলো এমনটাই আন্দাজ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এরকম প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে বিরোধী সংগঠন নিয়েও।সুপ্রিম কোর্টও তাদের দাবী খারিজ করে দেওয়ায় তাদের অনৈক্য বাস্তবে প্রমাণিত হল।ফলে খুশির মেজাজ ঘাসমহলে।এর ফলাফল সুদূরপ্রসারী হবে এমনটাই দাবী তৃণমূলনেতৃবর্গের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!