এখন পড়ছেন
হোম > রাজ্য > পুলিশ কমিশনারকে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর আধ ঘন্টার বৈঠক, বাড়ল জল্পনা

পুলিশ কমিশনারকে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর আধ ঘন্টার বৈঠক, বাড়ল জল্পনা


বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য’র সাথে সাক্ষাৎ করতে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্যে ফল এবং ফুলের তোড়া নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎকারে সঙ্গী ছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবর পেয়ে অতিথি অভ্যর্থনার জন্যে বুদ্ধদেব বাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য ফ্ল্যাটের নীচে অবধি নেমে আসেন। প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় মুখ্যমন্ত্রী , অসুস্থ্য বুদ্ধদেব বাবুর সাথে আলাপচারিতায় অতিবাহিত করেন। উল্লেখ্য গত ১লা মার্চ ছিলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন। মনে করা হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব বাবুর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফ্ল্যাট থেকে বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানালেন এদিন আলাপচারিতা হয় বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থাজনিত বিষয়ে। এবং তিনি অবসর সময় কাটান যে সব বই পড়ে সেগুলির বিষয়ে। প্রসঙ্গত উল্লেখ্য এদিনের আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। বুদ্ধদেব বাবুর স্ত্রী মীরা দেবী পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে তাঁদের আবাসনে জলের সংযোগ সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছিলেন। এরপরে সেই আবাসনটি দ্রুত সংস্কার হয়। এই সংস্কারের কাজ চলাকালীন সময়ে বুদ্ধবাবুকে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটটি ছেড়ে গেষ্ট হাউসে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বুদ্ধদেব বাবু এই প্রস্তাবে রাজী না হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকে আবাসনে রেখেই সংস্কারের কাজ সম্পন্ন হয়। একসময় নবান্ন খবর পায় ওই ফ্ল্যাটের মালিকানা আর বুদ্ধদেবের নেই। যাতে বুদ্ধদেব বাবু দ্রুত ফ্ল্যাটের মালিকানা পান সেই বিষয়ে নবান্ন তদারকি করছে জানা গেছে। একইসাথে বুদ্ধদেব বাবু যখনই অসুস্থ্য হয়ে পড়েছেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু তিনি বাড়ি থেকে চিকিৎসা করাতে চাইলে ঐ আবাসনেই চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!