এখন পড়ছেন
হোম > রাজ্য > বিশ বাঁও জলে পিএসসির রেজাল্ট, বৃহত্তর আন্দোলনের পথে চাকরি প্রার্থীরা

বিশ বাঁও জলে পিএসসির রেজাল্ট, বৃহত্তর আন্দোলনের পথে চাকরি প্রার্থীরা

প্রিলিমিনারি পরীক্ষা পর প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও এখনো প্রকাশিত হল না মিসলেনিয়াস-২০১৮ এর ফলাফল। চিন্তায় রাতের ঘুম উড়েছে চাকরিপ্রার্থীদের। কবে হলে কাঙ্খিত পরীক্ষার ফল প্রকাশ? এ প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে হাজার হাজার পরীক্ষার্থীরা।

ওদিকে পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সন্তোষজনক কোনো জবাব দিতে পারলেন না পাবলিক সার্ভিস কমিশনের (PSC) চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্তও। জানালেন,“এখনও কোনও খবর নেই। কিছু বলতে পারছি না। এখনও ফাইল আসেনি।”

ওদিকে, এতোদিন পেরিয়ে গেলেও পরীক্ষার ফলাফল হাতে না পাওয়ায় রীতিমতো ক্ষোভ দানা বাঁধছে পরীক্ষার্থীদের মনে। দ্রুত ফল প্রকাশ না করলে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা,এমনটাই হুঁসিয়ারী তাঁদের।

পিএসসি সূত্রের খবর,রাজ্য সরকারের একাধিক মিসলেনিয়াস পদের এই পরীক্ষার পরিচালনা করে পাব্লিক সার্ভিস কমিশন। ডিজ়াস্টার ম‍্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজ়াস্টার ম‍্যানেজমেন্ট অফিসার, ব্লক/মিউনিসিপ্যাল/বরো ইউথ অফিসার, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টরের মতো প্রায় ২০টি পদে নিয়োগের জন্য Miscellaneous Service Recruitment Examination হয়।

চলতি বছরে প্রায় ৫০০ টি শূন্যপদের ভিত্তিতে মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিলো ৪ মার্চ তারিখে। কিন্তু সে পরীক্ষার পর ৮ মাস পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ করা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই পিএসসি কর্তাদের। এই ফলাফলের ভিত্তিতেই সফলদের বসতে হবে ‘মেইনস’ পরীক্ষায়। তাতে উত্তীর্ণ হলে তবে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারবেন পরীক্ষার্থীরা। এই দীর্ঘমেয়াদী নিয়োগ প্রক্রিয়া শুধু মাত্র প্রশাসনের তৎপরতার অভাবে আরো সময় নিচ্ছে।

এ প্রসঙ্গে DYFI-এর কেন্দ্রীয় কমিটির সদস‍্য ইন্দ্রজিৎ ঘোষ জানালেন,পিএসসি-দীর্ঘসূত্রিতা নতুন কিছু নয়। বরাবরই পরীক্ষার ফলপ্রকাশে দেরি করে কমিশন। তবে গত কয়েক বছরে এই দীর্ঘসূত্রিতার পরিমান বেড়ে গিয়েছে। কোথাও লিস্ট না বের করা,কোথায় পুরো লিস্ট বের না করা,এসবের পাশাপাশি সমান তালে পিএসসি-র পরীক্ষা বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ।

রাজ্য সরকারের প্রচুর পদ ফাঁকা থাকলেও নিয়োগ ঝুলিয়ে রাখা হচ্ছে। নভেম্বর পর্যন্ত অপেক্ষা করার কথা জানালেন তিনি। তার পরেও যদি মিসলেনিয়াসের ফলপ্রকাশ নিয়ে পিএসসি কেনো উচ্চবাচ্য না করে তাহলে আন্দোলনের পথে হেঁটেই অধিকার আদায়ের কথা জানালেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য, এমনটিতে রাজ্যসরকারে বিরুদ্ধে চাকরি সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তার উপর পিএসসি-র রেজাল্ট যদি অবিলম্বে প্রকাশ করা না নয়, আর তার প্রতিবাদে যদি পরীক্ষার্থীরা আন্দোলনমুখী হন,তাহলে নিঃসন্দেহেই লোকসভা ভোটের আগে কোনঠাসা অবস্থা হবে তৃনমূলের। আর বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার বানিয়ে শাসকদলের অপপ্রচার চালানোর একটা সুযোগও হাতছাড়া করবে না,এমনটাই আন্দাজ অভিজ্ঞমহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!