এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘বিক্ষুব্ধদের’ তালিকা দীর্ঘ, পুরুলিয়া নিয়ে চিন্তা বাড়ছে শাসকশিবিরে

‘বিক্ষুব্ধদের’ তালিকা দীর্ঘ, পুরুলিয়া নিয়ে চিন্তা বাড়ছে শাসকশিবিরে

‘বিক্ষুব্ধদের’ তালিকা দীর্ঘ, পুরুলিয়া নিয়ে চিন্তা বাড়ছে শাসকশিবিরে। মনোনয়ন জমা দেওয়া নিয়ে ফের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এলো। এদিন পুরুলিয়ায় তৃণমূলের এক আসনে মনোনয়ন জমা পড়লো একাধিক প্রার্থীর। এ ঘটনা শুধু পুরুলিয়াতে নয় গোটা রাজ্যের বিভিন্ন এলাকাতে ঘটেছে। এমনকি তৃণমূল বিক্ষুব্ধরা নির্দলে নাম লিখিয়েছে। এই ঘটনায় তীব্র অস্স্বস্তির মুখে পড়েছে শাসকদল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ বিষয় তৃণমূলের ব্লক স্তরের নেতারা জানিয়েছেন, “প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। তাই এই বিপত্তি।” প্রার্থী তালিকা প্রকাশ না করার কারণ নিয়ে প্রশ্ন উঠলে এদিন জেলা নেতৃত্ব জানান, “সঠিক সময়েই দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। একজন প্রার্থীই লড়াই করবে তৃণমূলের, বাকিরা মনোনয়ন প্রত্যাহার করবেন।” বিষয়টি যে কতখানি সত্য তা যাচাই করা সম্ভব হয় নি। পুরুলিয়ায় শাসকদলের এমন অভিনব কীর্তিতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলে কি প্রভাব পরে তার অভ্যাস প্রাক নির্বাচনী সমীক্ষাগুলিতে মিলেছে। এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব দলের ওপর না পড়লেও এটি ভবিষ্যতে দলকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!