এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়ায় জেলা পরিষদ দখলে মন্ত্রীর ‘হেভিওয়েট’ স্বামীই ভরসা শাসকদলের

পুরুলিয়ায় জেলা পরিষদ দখলে মন্ত্রীর ‘হেভিওয়েট’ স্বামীই ভরসা শাসকদলের

উপাস্য দেবতা মারাংবুরুর পুজো দিয়ে পুরুলিয়া জেলা পরিষদের মানবাজার-১ ব্লকের ২৬ নম্বর আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণির কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডুর স্বামী বিশিষ্ট সাঁওতাল নেতা মানবাজার-১ ব্লকের কাতলাগোড়ার অধিবাসী গুরুপদ টুডু। শনিবার গুরুপদ টুডু লের নেতা-কর্মীর সঙ্গে মিছিল করে মানবাজার মহকুমাশাসক কার্যালয়ে গিয়ে তাঁর মনোনয়নপত্র পেশ করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পেশাগতভাবে জঙ্গলমহল বরাবাজারের বামু সাধু আশ্রম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করলেও গুরুপদ বাবু ছাত্র জীবন থেকেই বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। জন্মসূত্রে রক্তে রাজনীতি গুরুপদ বাবুর বাবা হলেন চৌধুরি প্রসাদ টুডু। যিনি প্রয়াত মন্ত্রী সীতারাম মাহাতোর প্রতিনিধি ছিলেন। এদিন মনোনয়নপত্র পেশ করার পর আদিবাসী সাঁওতাল নেতা ও পেশাগতভাবে শিক্ষক গুরুপদ বাবু সংবাদমাধ্যমকে বললেন, “সিপিএমের সন্ত্রাসের সঙ্গে লড়াই করে আজ আমরা এখানে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদিবাসী মহল্লায় উন্নয়ন করেছেন, তাতে এই এলাকা আজ বদলে গিয়েছে। জেলা পরিষদের এই আসন থেকে জিতে দলের নির্দেশে সেই উন্নয়নের কাজকেই এগিয়ে নিয়ে যাব।” তবে দলীয় সূত্রে খবর পুরুলিয়া জেলা পরিষদের ৩৮টি আসনের জন্য ১২৯টি বায়োডাটা জমা পড়েছিল। এখান থেকে প্রার্থী বাছাই করতে অপারক তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো কলকাতা গিয়ে রাজ্যনেতৃত্বের সাথে প্রার্থী বাছাই সংক্রান্ত আলোচনা করেন। এদিন শান্তিরাম বাবু প্রার্থী বাছাই প্রসঙ্গে বললেন, “জেলাপরিষদের প্রার্থী তালিকা চূড়ান্ত রয়েছে। দলের কৌশলগত কারণেই আমরা তা সামনে আনছি না। শীঘ্রই জানানো হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!