এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুলকে নিয়ে উঠছে প্রশ্ন, দিশাহীন কংগ্রেস চাইছে এনাকে

রাহুলকে নিয়ে উঠছে প্রশ্ন, দিশাহীন কংগ্রেস চাইছে এনাকে

কর্নাটকের বিধানসভার ভোটে কংগ্রেসের ব্যর্থতা চিন্তা বিষয় হয়ে দাঁড়ালো রাহুল গান্ধীর। একের পর এক রাজ্যে কংগ্রেসের হারের পর কর্নাটকের বিধানসভা ভোটকেই টার্গেট করেছিলো রাহুলগান্ধী। এটাতে জিতলেই ২০১৯ এর লোকসভা নির্বাচনের রাস্তা পরিষ্কার হতো কংগ্রেসের। অন্যদিকে দেশের ২২ টি রাজ্যে এগিয়ে আছে বিজেপি। তারপর উপরি পাওনা হিসাবে এল কর্নাটকের বিধানসভা ভোটের তাঁদের সংখ্যাগরিষ্ঠতা। আসনসংখ্যায় বিজেপিকে ধরাছোঁয়ার বাইরে রয়েছে কংগ্রেস। এমতাবস্থায় জেডি( এস) এর সঙ্গে সরকার গড়ার সিদ্ধান্ত নিয়েছিলো শতাব্দী প্রাচীন এই দল। কর্নাটকের নির্বাচনী প্রচার গিয়ে রাহুল গান্ধী দাপটের সঙ্গে বলেছিলেন যে গত ৪ বছরে দেশে অনেক রাজ্যেই হার হয়েছে কংগ্রেসের। কিন্তু এবার হাওয়া বদলাবে। জানিয়েছিলেন ২০১৯ এর লোকসভার নির্বাচনে যদি কংগ্রেস জেতে তবে প্রধানমন্ত্রী হতে কোনো আপত্তি থাকবে না কংগ্রেস সভাপতির। কিন্তু তাঁর সে আশায় হল বিনা মেঘে বজ্রপাত। কর্নাটকে গত নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ১২২ টি। সেটাই এবার কমে দাঁড়িয়েছে ৭৪ এ। এই প্রতিকূল পরিস্থিতিতে রাহুল গান্ধীর অস্বস্তির পারদ চড়াতে সামনে এসেছে এক সমীক্ষা। সেখানে দাবী করা হয়েছে, জায়গাগুলোতে রাহুল গান্ধী প্রচার করেছেন সেখানেই নাকি কম ভোট পেয়েছে কংগ্রেস। স্বাভাবিক ভাবেই কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের ভিতর জল্পনা শুরু হয়েছে এ বিষয় নিয়ে। প্রশ্ন চিহ্ন পড়েছে রাহুল গান্ধীর জনপ্রিয়তায়। এই পরিস্থিতিতে দল চাইছে রাহুল গান্ধীর জায়গায় তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সক্রিয়ভাবে আনতে। আশা করছে তাকে আনলে বোধহয় ২০১৯ এর লোকসভা নির্বাচনে হাতপার্টি ভালো ফল করবে। তবে এ নিয়ে প্রকাশ্য মন্তব্য কেউ করেনি কংগ্রেসের অন্দরের কোনো নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে জাতীয় রাজনীতির প্রাঙ্গণে সক্রিয়ভাবে প্রবেশ করার কোনো সিদ্ধান্তের খবর জানা যায়নি। আমেঠি এবং রায় বরেলি এই দুটি জায়গাতেই তাকে নির্বাচনী প্রচারে দেখা যায় শুধু। কংগ্রেসের ভবিষ্যত আপাতত বিশ বাও জলে। বোঝা যাচ্ছে না কিছুই। প্রশ্ন তীর এখন একদিকেই। প্রিয়াঙ্কা গান্ধীই কি কংগেসের তরী পার করবেন আগামী লোকসভা নির্বাচনে? ২২ টি রাজ্যে কংগ্রেসের রশি ছেঁড়ার পর আর কি কোনো আশা আছে কংগ্রেসের সাফল্যের প্রিয়াঙ্কা গান্ধীর হাত ধরে? এই নিয়ে কানাঘুষোর শেষ নেই আপাতত রাজনৈতিক মহলে। এমনটাই জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!