এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > রাহুলকে নকল করতে গিয়ে বিদেশে ধরা পড়ে গেলেন মোদী! বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

রাহুলকে নকল করতে গিয়ে বিদেশে ধরা পড়ে গেলেন মোদী! বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের


এদিন দেশের প্রধাণমন্ত্রী সিঙ্গাপুরে  নানইয়াং প্রযুক্তি কলেজের এক সাক্ষাৎকার প্রকাশ্যে এল। তাতে দেখা গেলো ইংরাজিতে প্রশ্ন করা হচ্ছে মোদীজিকে। জানতে চাওয়া হয়েছিলো ‘উদ্ভাবনের মাধ্যমে এশিয়ার রূপান্তর কীভাবে সম্ভব হবে?’ তাতে মোদীজি জবাবে ব্যবহার করেছিলেন আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা (হিন্দি)। জানিয়েছিলেন, গোটা বিশ্বই জানে একুশ শতকটা এশিয়ার। কিন্তু এশিয়াবাসী সেটা অনুভব করেননা। তাঁরা এখনো বিশ্বের অন্যান্য দেশের প্রগতির দ্বারা এতোটাই প্রভাবিত যে তাঁরা বুঝতেই পারছেন না তাঁরাও চমক দেখাতে পারে। তাঁদেরও পালা এসেছে। মোদীজির এই বক্তব্যই ইংরাজিতে অনুবাদ করতে ওখানে হাজির ছিলেন এক অনুবাদক। তিনি মোদীজির বক্তব্য  অনুবাদ করতে করতেই তাঁর বক্তব্যে ঢুকিয়ে দেন অন্যান্য প্রসঙ্গও। চীন,জাপানের কথা। বলেন, কৃষি,চাকরি,নগরায়ণ,জল,দূষণ,জলবায়ু বদলের মতো প্রসঙ্গ। যেগুলো হয়তো জবাবে মোদীজির বলার কথা ছিল,তিনি বলেননি বা বলতে ভুলে গেছিলেন। সেগুলোই গড়গড় করে বলে গেলেন ওই অনুবাদকটি। মোদীজির এই বক্তব্য সামনে আসায় রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এটা নিয়ে কটাক্ষ এসেছে কংগ্রেস পার্টি থেকে। তাঁদের দাবী গোটা বক্তব্যটাই আগের থেকে সাজানো।  তাঁরা দাবীতে আরো জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নকল করতে গিয়েই হকচকিয়ে গেছেন মোদীজি। সম্প্রতি তিন মাস আগে এমনই একটি সিঙ্গাপুর সফরে গেছিলেন কংগ্রেসের মুখপাত্র রাহুল গান্ধী। রাহুলকেও দেশ বিষয়ে সাংবাদিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো। রাহুল যথেষ্ট সাবলীল ভঙ্গিতেই জবাব দিয়েছিলো সব প্রশ্নের। জবাব দিতে গিয়ে মাঝে মাঝে হেসেও ফেলেছিলেন তিনি, এতোই স্বতঃস্ফূর্ত ছিলেন ওদিন। কিন্তু মোদীজির  বক্তব্যে সেরকম স্বতঃস্ফূর্ততা দেখা যায়নি। তাই মোদীজি যে রাহুল গান্ধীকে এ ব্যাপারে ‘নকল’ করেছেন সে বিষয়ে নিশ্চিত কংগ্রেস । তাঁদের দাবী,ক্ষমতায় আসার পর একটাও খোলাখুলি সাংবাদিক বৈঠক করতে মোদীজিকে দেখা যায়নি।বিদেশে গিয়েও একই নজির রাখলেন তিনি। আপাতত তাই মোদীজির সাজানো সাক্ষাৎকারের ভিডিও প্রচার করতে ব্যস্ত কংগ্রেস। তবে এ ব্যাপারে গেরুয়া পার্টির কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!