এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজস্থানের পর আরেক হেভিওয়েট মুখ্যমন্ত্রীকে নিয়ে অস্বস্তিতে বিজেপি, আসরে অমিত শাহ

রাজস্থানের পর আরেক হেভিওয়েট মুখ্যমন্ত্রীকে নিয়ে অস্বস্তিতে বিজেপি, আসরে অমিত শাহ

রাজস্থানের পর আরেক হেভিওয়েট মুখ্যমন্ত্রীকে নিয়ে অস্বস্তিতে বিজেপি, আসরে অমিত শাহ। শুধু রাজস্থানই নয় এবার বিজেপি’র অন্দরের কোন্দল প্রকাশ্যে এলো উত্তরপ্রদেশেও। এই পরিস্থিতির দ্রুত সমাধান করার জন্যে অমিত শাহ নাগপুরে মোহন ভাগবতের সাথে সাক্ষাৎ করলেন। রাজস্থানে রাজ্যের দলীয় সভাপতি পদত্যাগের পর, দলীয় কোন্দল এতটাই তীব্র আকার নেয় আজ অবধি সেখানে সভাপতি পদে কাউকে মনোনীত করা যায়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এখন বিজেপির জাতীয় সহ-সভাপতি ওম মাথুর সরব হয়েছেন উত্তর প্রদেশে দলে তাঁর ভার প্রাপ্ত দায়িত্ব থেকে। নিজের ইচ্ছেকে মান্যতা দিতে গত ৬ মাস ধরে তিনি রাজ্যে কোনও বৈঠকে যাচ্ছেন না। এদিকে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও এদিন রাজ্য সরকারী আধিকারিকদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনায় মুখর হলেন। উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রীর মতে ,পদের অপব্যবহার করে দলের কর্মীদের অবহেলা করছেন কিছু অফিসার। যদিও দলের একাংশের মতে উপমুখ্যমন্ত্রী রাজ্যের আধিকারিকদের সমালোচনা করলেও আদতে তিনি মুখ্যমন্ত্রীর কার্যকলাপের ইঙ্গিতই করেছেন। পদের দায়িত্বভার নেওয়ার শুরু থেকেই মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অভাব দেখা যায়। যা সময়ের সাথে সাথে না কমে বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আরএসএসের তরফ থেকে সুনীল বনশলকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব প্রাপ্তির পর থেকেই দলীয় সব ব্যাপারে মত প্রকাশ করছেন। যা নিয়ে দলীয় সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এদিন উত্তরপ্রদেশের বর্তমান দলের পরিস্থিতি প্রসঙ্গে মোহন ভাগবত, ভাইয়াজি জোশী প্রমুখের সাথে প্রায় চার ঘন্টা সময় বৈঠক করলেন অমিত শাহ। প্রথম দিকে এই বৈঠকে উমা ভারতী অংশ গ্রহন করলেও শেষ অবধি তিনি ছিলেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!