এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য সভার প্রার্থী নিয়েও জোর টক্কর মোদী -রাহুলের

রাজ্য সভার প্রার্থী নিয়েও জোর টক্কর মোদী -রাহুলের


ভোটের আগে সমীকরণ বদলাচ্ছে দলগুলির, দলে ফিরছে বহু নেতা, আবার দলের স্বার্থে বসিয়ে দেওয়া হচ্ছে বহু প্রবীণ নেতাকেও। দলকে শক্ত করতে ঠান্ডা মাথায় গুঁটি সাজাচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন দলে ফিরিয়ে রাজস্থানের প্রার্থী করলেন কিশোরীলাল মিনাকে। শিবসেনা ছেড়ে কংগ্রেসে যোগদানকারী নারায়ণ রাণের বিরুদ্ধে একসময় সরব হলেও অনেক বদলে তাকে দলের প্রার্থী করলেন অমিত শাহ, এমনটাই সূত্রের খবর। প্রার্থী তালিকায় রয়েছেন মন্ত্রী রবি সংকর প্রসাদ, টিকিট দেওয়ার কথা আছে কর্ণাটকের নির্দল সাংসদ রাজীব চন্দ্রশেখরকে। প্রার্থী তালিকায় আছেন অরুন জেটলি, প্রকাশ জাভড়েকর, ধর্মেন্দ্র প্রধান, জে পি নড্ডার, অনিল জৈন, জিভিএল নরসিংহ রাও, অনিল বালুনি। টিডিপির বিচ্ছেদ বার্তার পর জিভিএলই অন্ধ্রের নতুন মুখ হবে বলে সূত্রের খবর। জানা গেছে, ত্রিপুরার পর বিজেপির লক্ষ্য এখন কেরল। আর তাই ভি মুরলীধরণকে মহারাষ্ট্রের হয়ে দাঁড় করানোর কথা ভাবছে বিজেপি। মোট ১০ টি আসনের মধ্যে ৯ টি আসন দাবি করেছিল বিজেপি। কিন্তু রাজ্যসভায় মায়াবতী প্রার্থী ঘোষণার পর মোট ৮ টি আসন বিজেপির অধীনে আসে বলে জানা গেছে।এদিকে নতুন মুখ আনতে সচেষ্ট কংগ্রেস। যুব, আদিবাসী ও অনুগামীদের উপরেই ভরসা রেখে এগোচ্ছে রাহুলের দল, এমনটাই সূত্রের খবর। ঝাড়খন্ড, কর্ণাটক ও পশ্চিমবঙ্গের অন্যান্য দলের সহযোগিতায় মোট ১০ জনের নাম প্রার্থী তালিকায় ঘোষণা করেছে কংগ্রেস। অভিষেক মনু সিঙ্ঘভির নাম ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের তৃণমূলের সহযোগিতায়। অখিলেশ সিংহকে প্রার্থী তালিকায় রেখেছে কংগ্রেস। অন্যদিকে জেডিইউ-এর প্রার্থী তালিকায় রয়েছেন, মহেন্দ্রপ্রসাদ সিংহ, বশিষ্টনারায়ণ সিংহ, আরজেডি মনোজ ঝা, আশফক করিম। প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন জিতনরাম মাঝি ও শরদ যাদব। জানা গেছে এদিন সোনিয়া গাঁধীর নৈশভোজে যোগ দিতে আসছেন জিতনরাম মাঝি। মনোনয়ন জমা দেওয়ার আগে দলের স্বার্থে এখন সরগরম রাজনৈতিক দলগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!