এখন পড়ছেন
হোম > রাজ্য > গণতন্ত্র নিয়ে বড়সড় প্রশ্ন তুলে রাজ্য সরকারকে আরো বড় অস্বস্তিতে ফেলে দিলেন বুদ্ধিজীবীরা

গণতন্ত্র নিয়ে বড়সড় প্রশ্ন তুলে রাজ্য সরকারকে আরো বড় অস্বস্তিতে ফেলে দিলেন বুদ্ধিজীবীরা


পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে যে অস্বস্তিকর আবোহ তৈরি হয়েছে তার জেরে রাজ্যের বুদ্ধিজীবীমহল গণতন্ত্রিক অধিকার নিয়ে প্রশ্নের মুখে ফেললেন রাজ্যসরকারকে।আজিজুল হক্,প্রাক্তণ বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়,অমিয় বাগচীসহ শহরের আরো বিশিষ্ট লোকেরা আজ কোলকাতা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে ধিক্কার জানালেন রাজ্যের প্রাক্ পঞ্চায়েত নির্বাচনের টালমাটাল পরিস্থিতিকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আসুন দেখে নেওয়া যাক্ এ বিষয়ে বিশিষ্ট জনেরা কে কী বলছে। অশোকবাবু জানাচ্ছেন নির্বাচন কমিশনকে নাকি ‘ঠুঁটো জগন্নাথ ‘ করে রেখেছে শাসকদল।তাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের ‘শুভবুদ্ধি’ উদয়ের দাবী জানিয়েছেন তিনি।এছাড়াও বলেছেন নির্বাচন কমিশনকে যদি সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় তবেই সুস্থভাবে সঠিক ভোটগ্রহণ সম্ভব হবে।তাদের আক্ষেপে ও বিশ্লেষণে স্পষ্ট নির্বাচন কমিশনের ‘অসহায়তা’।বামেদের তরফের সাহিত্যিক আজিজুল হক মহাশয় তির্যকভাবে জানিয়েছেন ভুলে যাওয়া কথা মনে করাচ্ছেন মুখ্যমন্ত্রী।গণতন্ত্র প্রতিষ্ঠার নামে কেউ লাঠি ধরে কেউ বা তা রক্ষার নামে লাঠি ধরে।অমিয়বাবুও দাবী জানিয়েছেন সন্ত্রাসকে উপেক্ষা করে শান্তিপূর্ণ ভোটগ্রহণের।তার অভিযোগ গ্রামের ক্লাবগুলোও ‘হিংসা’ ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এভাবে বুদ্ধিজীবীমহল হিংসার রাজনীতির বিরুদ্ধে সরব হলেন, প্রতিবাদে মুখ খুলে তাদের দাবী ও বর্তমান পরিস্থিতির সাপেক্ষে তাদের মতামত দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!