এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দুর গড়ে রামনবমী নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ

শুভেন্দুর গড়ে রামনবমী নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ

শুভেন্দুর গড়ে রামনবমী নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ। জানা গেছে এদিন রামনবমী উপলক্ষ্যে শুক্রবার কাঁথিতে অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি৷ রামনবমীতে যোগ দিতে কাঁথির বিভিন্ন এলাকা থেকে মোটরবাইক ও গাড়ি করে বিজেপি কর্মী-সমর্থকরা আসছিলেন আর সেখানেই নাকি তাদের উত্তর হামলা করা হয় বলে অভিযোগ বিজেপির।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি দাবি করেছে যারা হামলা করেছিল তারা সবাই তৃণমূলের কর্মী।আর এই নিয়েই উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে৷ এর প্রতিবাদে ১১৬ বি নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।এর ফলে নিত্যযাত্রী থেকে পর্যটকরা যানজটে দীর্ঘক্ষণ আটকে পড়ে ।কিছুক্ষন পরে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।এই নিয়ে বিজেপি জেলা সভাপতি প্রদীপ দাস বলেন “জেলায় শাসকদলের প্রতিনিধিরা অশান্তি করে চলেছে। দলের কিছু দুষ্কৃতীকে কাজে লাগিয়ে ধর্মীয় অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করে যাচ্ছে। আমরা এটা কোনওভাবেই মেনে নিতে পারি না।সেকারণেই আজ ঘটনার প্রতিবাদে আমরা পথ অবরোধ করি৷ এবং এর প্রতিবাদে জেলাজুড়ে প্রতিবাদে সামিল হওয়ার চিন্তাভাবনা করছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!