এখন পড়ছেন
হোম > রাজ্য > রানিগঞ্জের ‘অশান্ত’ পরিবেশকে বাগে আনতে আসরে কলকাতা পুলিশের ৩ ‘বেস্ট অফিসার’

রানিগঞ্জের ‘অশান্ত’ পরিবেশকে বাগে আনতে আসরে কলকাতা পুলিশের ৩ ‘বেস্ট অফিসার’

পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জের অশান্ত বেহাল পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে নিয়ে আসতে কলকাতা পুলিশের তিন অভিজ্ঞ আধিকারিককে দায়িত্ব দিলো নবান্ন। ওই তিন আইপিএস অফিসার হলেন সিদ্ধিনাথ গুপ্তা, জাভেদ শামিম এবং কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার বিনীত গোয়েল । এই তিন পুলিশ কর্তার নেতৃত্বে এক বিরাট পুলিশ বাহিনী পাঠানো হলো উত্তাল রাণীগঞ্জে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত উল্লেখ্য রামনবমীর উৎসব-কে কেন্দ্র করে দুই রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় গত রবিবার থেকে। এক গোষ্ঠীর ছোঁড়া বোমার আঘাতে গুরুতর আহত হন ঐ জেলার ডিসি সদর অরিন্দম দত্ত চৌধুরি। এর পর তাঁকে দুর্গাপুরের মিশন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় গুরুতরভাবে জখম পুলিশ আধিকারিক দেখতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী দুর্গাপুর যাওয়ার ইচ্ছে প্রকাশ করলে, রাজ্যপালের নিরাপত্তা ও ঘটনাস্থল সংলগ্ন এলাকায় ক্ষুব্ধ জনগনের রোষের শিকার হওয়ার সম্ভবনার কথা আশঙ্কা করে রাজ্য সরকার রাজ্যপালের দুর্গাপুর সফর বাতিল করতে অনুরোধ জানায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!