এখন পড়ছেন
হোম > জাতীয় > রানীগঞ্জ নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র

রানীগঞ্জ নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র


রবিবার রামনবমীর উৎসব অনুষ্ঠান কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধ্মানের রাণীগঞ্জ। দু পক্ষের সংঘাতে বোমার আঘাতে হাতে মারাত্মক আঘাত পান ডিসি সদর অরিন্দম দত্ত চৌধুরি। এরপর মঙ্গলবার সকালেও দমপারা এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বেশ কিছু দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গোটা ঘটনার জন্যে পুলিশের কর্তব্যহীনতাকেই দায়ী করলেন। বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে বাবুল সুপ্রিয় বললেন, ” পুলিশ দেরিতে সক্রিয় হয়েছে। ঘটনা প্রথমে ঘটতে দেওয়া হয়েছে। দুঘন্টা ঝামেলা হতে দিয়েছে পুলিশ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাবার পর পুলিশ সক্রিয় হয়।রানিগঞ্জের ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট চাইবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।রাজ্যের পরিস্থিতি ৩৫৬ ধারা জারির খুব কাছাকাছি। ” এদিন ঘটনাস্থলে পৌঁছে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কে ঘটনার বিষয়ে অবগত করেন বাবুল সুপ্রিয়। এরপর বিষয় টিতে রাজ্যপালের হস্তক্ষেপ চাইবেন বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!