এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতেই ‘সীমাহীন সন্ত্রাস, গণতন্ত্র লুন্ঠিত’, দাবি উঠে গেল বাংলায় রাষ্ট্রপতি শাসনে

পঞ্চায়েতেই ‘সীমাহীন সন্ত্রাস, গণতন্ত্র লুন্ঠিত’, দাবি উঠে গেল বাংলায় রাষ্ট্রপতি শাসনে

পশ্চিমবঙ্গের অন্যসব জেলারগুলির মধ্যে ভূ প্রাকৃতিক বিষয় বলে শুধু নয় ধর্মীয় স্থান , এবং কবিগুরু রবীন্দ্রনাথের স্বপ্নের আর স্মৃতিবিজরিত জায়গা হিসেবেও বিশ্বের মানুষের কাছে বীরভূম জেলার পরিচিতি আছে। এই বীরভূম জেলা আজ বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনায় সংবাদ শীরোনামে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজ্ঞপ্তি ঘোষণা থেকে আরম্ভ করে প্রার্থীদের মনোনয়নপত্র পেশ কোনোও কিছুই শান্তিপূর্ণ ভাবে হতে দেখতে না এলাকার সাধারণ মানুষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

হিংসার ধারা অব্যাহত থাকলেও এরমধ্যে চলেছে শাসকদল ও বিরোধীদলের একে অন্যের বিরুদ্ধে অভিযোগ। তবে গতকালের ঘটনা একটু হলেও অন্যদিনের ঘটনার থেকে আলাদা ছিলো। এদিন সকালে মনোনয়নপত্রকে কেন্দ্র করে এই জেলায় গ্রেফতারির ঘটনা সাক্ষী হয়েছে এলাকাবাসী। বিকেলে জেলার একমাত্র কংগ্রেস বিধায়ক হাঁসনের মিলটন রশিদ প্রখর রোদের মধ্যে হাতে দলীয় পতাকা এবং গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে জেলার পথে পথে হাঁটলেন। আর রাজ্যের শাসকদল সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হয়ে উঠলেন। মিলটন রশিদের মূল অভিযোগ হলো মনোনয়নের নামে রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে। তাই তিনি মনে করেন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য সহ জেলায় রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। এই কারণেই তিনি একক উদ্যোগে এই প্রতিবাদ করে এলাকাবাসীকে সচতেন করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!