এখন পড়ছেন
হোম > জাতীয় > আরএসএসের সভায় যোগ দেওয়া নিয়ে প্রনবের পাশে দাড়ালেন প্রবীন কংগ্রেস নেতা

আরএসএসের সভায় যোগ দেওয়া নিয়ে প্রনবের পাশে দাড়ালেন প্রবীন কংগ্রেস নেতা


সম্প্রতি নাগপুরের সভায় প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়কে আমন্ত্রন করেছিল আরএসএস।সেই সভায় যোগদানের ইচ্ছেও প্রকাশ করেছিলেন এই প্রবীন নেতা।প্রনবের এই সিদ্ধান্তে প্রবল অস্বস্তিতে পড়ে কংগ্রেস।এ নিয়ে একাধিক কংগ্রেস নেতা তাকে চিঠি পাঠিয়ে সভায় না যাওয়ারও অনুরোধ জানান।তবে গোটা হাত শিবির যখন প্রনবকে আরএসএসের সভায় যেতে বারন করছেন তখন প্রবীন কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডের গলায় শোনা গেল অন্য সুর।রবিবার তিনি বলেন,”আরএসএসের সভায় যোগ দিয়ে কিছু ভুল করছেন না প্রনব।আরএসএসের সভায় প্রধান অতিথির আমন্ত্রন পত্র গ্রহন করেছেন বলেই তাঁকে খারাপ বলা ঠিক নয়।তিনি সবসময় নিরপেক্ষ ভাবেই সব বিচার করেছেন।আরএসএসের সভায়ও তিনি সেটাই করবেন যা সকলের কাছে গ্রহনযোগ্য হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সাথে সাথে শিন্ডে প্রনবকে সমর্থন করে আরও বলেন,”প্রনব মুখার্জীর বক্তৃতার পর আরএসএসের ভাবধারায় পরিবর্তন এলে খুশিই হব।”

এখন দেখার আরএসএসের এই সভায় উপস্থিত হয়ে কি বলেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীন কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়! যার জন্য অপেক্ষা করতে হবে 7 জুন পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!