এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে পঞ্চায়েতের আগেই ‘কবর খুঁড়ে’ সামনে আসছে সাগর ঘোষ হত্যা-মামলার রায়

জল্পনা বাড়িয়ে পঞ্চায়েতের আগেই ‘কবর খুঁড়ে’ সামনে আসছে সাগর ঘোষ হত্যা-মামলার রায়

২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের যে ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি এবার সেই সাগর ঘোষ হত্যা মামলা ফের সংবাদ শিরোনামে। জানা গেছে এপ্রিল মাসের ২৬ তারিখ সাগর ঘোষ হত্যা মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে সিউড়ি আদালত।সমস্ত সওয়াল জবাব শেষ হয়েছে এবার বিচারের রায় বেরোবার পালা তাই সেই নিয়েই ফের রাজ্য রাজনীতিতে তোলপাড় চলেছে। প্রসঙ্গত, ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে গুলিবিদ্ধ হন এবং মারা যান সাগর ঘোষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তদন্ত ভার দেওয়া হয় সিআইডি-কে। যদিও চিকিতসকদের বয়ান থেকে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নানা মত্ পার্থক্য দেখা গেছে। অনান্য চিকিত্‍সকেরা গুলি লাগার কথা স্বীকার করলেও চিকিত্‍সক দেবাশিস সরকার হাতে কোনও চিহ্ন ছিল বলে মনে করতে পারেননি। তিনি দাবি করেন যে কোনো গুলিও চিহ্ন ছিল না। এদিকে সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ বলেন, “বাবা নিজে চিকিত্‍সককে মৃত্যুকালীন বয়ানে তাঁকে গুলি করার কথা বলেছেন। গুলির খোল পাওয়া গিয়েছে বাড়ির দাওয়া থেকে। বিশেষ তদন্তে উঠে এসেছে গুলির কথা।”এদিকে সরকারি আইনজীবী রণজিত গঙ্গোপাধ্যায় বলেন, “এমন পরিস্থিতিতে সাওয়াল জবাব শেষ হল যেখানে রায় নিয়ে দ্বিধাগ্রস্থ আমরা। কারন গুলিতেই সাগর ঘোষের যদি মৃত্যু হয়। চিকিতসক থেকে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ধন্ধ কেন।” ফলে সব মিলিয়ে এখন ধন্দ্বে রাজনৈতিকমহল।কি রায় বেরোবে সেই নিয়েই এখন চিন্তিত সব মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!