এখন পড়ছেন
হোম > রাজ্য > সাগর ঘোষ হত্যা মামলায় রায় বেরোতেই কি ‘বিদ্রোহের’ স্বর ‘দাপুটে তৃণমূল নেতা’ হৃদয়ের?

সাগর ঘোষ হত্যা মামলায় রায় বেরোতেই কি ‘বিদ্রোহের’ স্বর ‘দাপুটে তৃণমূল নেতা’ হৃদয়ের?


গত পঞ্চায়েত নির্বাচনে খুন হওয়া সাগর ঘোষ হত্যা মামলার রায় প্রকাশিত হতে আরেক পঞ্চায়েত নির্বাচনের সময় উপস্থিত হলো। এরমধ্যে রাজ্য রাজনীতিতে কম বেশি অনেক পরিবর্তন এসেছে। একদা বাবা সাগর ঘোষের মৃত্যুতে ক্ষুদ্ধ এবং শোকগ্রস্থ ছেলে হৃদয় ঘোষ যিনি ঐ সময়ে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ”তৃণমূলের লোকেরাই বাবাকে খুন করেছে।” তিনিই ন্যায় বিচারের জন্যে আদালতে আদালতে দরবার করেন এবং ব্যর্থ হয়ে অবশেষে রাজ্যের শাসকদলের সদস্যপদ গ্রহণ করেন। এই ক বছরে তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা এবং এই পঞ্চায়েত নির্বাচনে পাড়ইয়ের কসবা পঞ্চায়েত সমিতির শাসক দল মনোনীত প্রার্থীও। গত ২৬ শে এপ্রিল সাগর ঘোষ হত্যা মামলার রায়ে দোষীদের নাম ঘোষণা করলো সিউড়ি জেলা আদালত।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই রায়ে সার্বিকভাবে সন্তুষ্ট নন নিহত সাগর ঘোষের পুত্র হৃদয় ঘোষ। এদিন তিনি বললেন, ”পুলিশ যদি ঘটনার নিরপেক্ষ তদন্ত করত, তাহলে আরও অনেক তথ্য উঠে আসত। কারণ, সেসময় পুলিশ বেশ কিছু তথ্য প্রমাণ নষ্ট করেছিল। যদি সেই সব তথ্য নষ্ট না করা হত, তাহলে আরও অনেকের সাজা হত। তত্‍কালীন পুলিশ কর্তারা শাস্তি পেলে আমি খুশি হতাম।” সূত্রের খবর অনুয়ারী গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের লক্ষ্য ছিলেন হৃদয় ঘোষ স্বয়ং। কারণ দলীয় মনোনয়ন না পাওয়ার জন্যে সাগর ঘোষ নিজের ছেলেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করানোর জন্যে তৈরী হচ্ছিলেন। আর হত্যার দিন রাতেও আততায়ীরা সাগর ঘোষকে নয় হৃদয়বাবুর খোঁজেই তাঁদের বাড়িতে ঢূকেছিলো বলে জানা গেছে। সেই রাতে বাড়িতে ছিলেন না হৃদয় ঘোষ। ছেলেকে না পেয়ে বাবাকে খুন করে আততায়ীরা। ২৭ শে এপ্রিল ঐ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়া অভিযুক্তদের সাজা ঘোষনা করা হবে।আদালত সূত্রের খবর, দু’জনেরই যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভবনা প্রবল। দোষীদের সাজা ঘোষণার আগে একরকম আক্ষেপের সুরে হৃদয় ঘোষ বললেন, ”শুধু সুব্রত বা ভগীরথ নয়, বাবাকে খুনের ঘটনায় আরও অনেকে জড়িত ছিল। পুলিশি নিস্ক্রিয়তার জেরে তারা রেহাই পেয়ে গেল। এটা মন থেকে মেনে নিতে পারছি না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!