এখন পড়ছেন
হোম > রাজ্য > এই প্রথম সারদা কাণ্ডের পর এবার রোজভ্যালি কাণ্ডেও গ্রেফতার হলেন ‘প্রভাবশালী’

এই প্রথম সারদা কাণ্ডের পর এবার রোজভ্যালি কাণ্ডেও গ্রেফতার হলেন ‘প্রভাবশালী’


আড়াই বছর পর আবারও সারদা মামলায় অভিযুক্ত রমেশ গাঁধীকে গ্রেফতার করা হলো। এবার অবশ্য অভিযোগ রোজ ভ্যালি মামলা । সিবিআই সূত্রের খবর, গত ২৮ ফেব্রুয়ারি রমেশকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরে। সেখানেও অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করানো হয়েছে স্থানীয় নার্সিংহোমে। তাঁকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পাওয়া গিয়েছে। জানা গিয়েছে কিছু প্রভাবশালী মানুষের কার্যকরী ভূমিকার কথাও। উল্লেখ্য গত মাসের মাঝামাঝি রোজ ভ্যালি মামলায় আচমকাই উঠে আসে রমেশের নাম। সিবিআই সেই মামলায় রমেশের নাম যোগ করে ভুবনেশ্বর হাইকোর্টে যায়। বলা হয়, মামলার স্বার্থে রোজ ভ্যালি মামলায় রমেশকে ভুবনেশ্বরে এনে জেরা করা দরকার। হাইকোর্ট অনুমতি দেওয়ার পরেই ২৮ ফেব্রুয়ারি তাঁকে কলকাতা থেকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে। সিবিআই সূত্রের তথ্য অনুসারে এই প্রথম এই প্রথম কাউকে সারদা এবং রোজ ভ্যালি- দু’টি মামলাতেই গ্রেফতার করা হল। সারদা ও রোজ ভ্যালি দু’টি সংস্থার বিরুদ্ধে আলাদা ভাবে মামলা চালানো হচ্ছে। এর মধ্যে মূলত ভুবনেশ্বর থেকে রোজ ভ্যালির মামলা পরিচালনা করা হচ্ছে । আর সারদা মামলা পরিচালনা হচ্ছে কলকাতা থেকে। দু’টি মামলাতেই বেশ কিছু প্রভাবশালী, সাংসদ, বিধায়ক গ্রেফতার হয়েছেন । শিবনারায়ণ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, যাঁর সঙ্গে সারদা, অন্যটি সিলিকন ভ্যালি র মতো দু’টি বেআইনি অর্থ লগ্নি সংস্থার যোগ ছিল। তবে প্রভাবশালীদের তালিকায় শীর্ষে থাকা রমেশ গাঁধীর সামাজিক অবস্থান ও গুরুত্ব, দুই-ই অনেক বেশি। প্রসঙ্গত উল্লেখ্য , ২০১৫ সালে সারদা গোষ্ঠীর কর্ণধারের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে তিনি পশ্চিমবঙ্গের বাইরে সারদার ব্যবসা বাড়াতে সাহায্য করার অভিযোগে রমেশকে প্রথম গ্রেফতার করে সিবিআই। বিগত আড়াই বছরে তিনি এ রাজ্যের জেলে যত না সময় অতিবাহিত করেছেন তার চেয়ে বেশি সময় অতিবাহিত করেছেন হাসপাতালে ও নার্সিংহোমে। বারবার জামিনের আর্জি জানালেও সে আর্জি খারিজ হয়ে যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!