এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘শিবাজী-অস্ত্রে’ তৃণমূলকে ঘায়েল করতে আসরে নামল বিজেপি শীর্ষ নেতৃত্ত্ব

‘শিবাজী-অস্ত্রে’ তৃণমূলকে ঘায়েল করতে আসরে নামল বিজেপি শীর্ষ নেতৃত্ত্ব


তৃণমূলকে ঘায়েল করতে এবারে এক নতুন অস্ত্রের সন্ধান পেল বিজেপি। এ বার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত শিবাজী পাঁজার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্রচারে নামল বিজেপি। শিবাজী এবং কৌস্তুভ রায়কে বর্তমানে ব্যাঙ্ক প্রতারণার মামলায় গ্রেফতার করেছে সিবিআই। তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি বহুকাল ধরেই নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে বারে বারে কটাক্ষ করেছে। ১১৫০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার পরেও তিনি কেন নীরব? এ নিয়ে অনেক প্রশ্নও উঠেছে। এবার তারই এক প্রতিউত্তর দিলো বিজেপি। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার ফেসবুকে শিবাজীর সঙ্গে মমতার এবং রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের ছবি দিয়েছেন।
বিজেপি-র রাজ্য সভাপতি ফেসবুকে ওই ছবিগুলির পাশে লিখেছেন, ”ছোটো মোদী-বড় মোদীর গল্প অনেক শুনেছি। দিদির যে দুই ভাই ধরা পড়লেন, সেই নিয়ে তো আলোচনা শুনছি না! শিবাজী পাঁজা-কৌস্তুভ রায় দিদির সাথে রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন, বিদেশ ভ্রমণ করছেন আবার ব্যাঙ্ক ডাকাতিও করছেন। ৫০০ কোটি টাকা চুরি কি চুরি নয়?” ওই অভিযোগকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন না তৃণমূল নেতৃত্ব দিলীপবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!