এখন পড়ছেন
হোম > রাজ্য > সিঙ্গুরে সব বাধা কাটিয়ে বড় জয় পেলো তৃণমূল

সিঙ্গুরে সব বাধা কাটিয়ে বড় জয় পেলো তৃণমূল

অনেক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হুগলী জেলার সিঙ্গুরে আশানুরূপ ১৬টি গ্রাম পঞ্চায়েতে সাফল্য পেলো তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত এই এলাকায় মনোনয়ন পর্ব ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দলের বহু সদস্য শেষ পর্যন্ত দলের প্রতীক না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বকদ্বীতা করেন। এর মধ্যে রয়েছে সিঙ্গুর আন্দোলনের মুখ নিহত তাপসী মালিকের বাবা মনোনরঞ্জন মালিকও। প্রসঙ্গত এই অঞ্চলের দুই তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্নার অনুগামীদের মধ্যে বিবাদ – রেষারেষি ঘটনা জেলার বাইরেও পরিচিত।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এইবার নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন কে কেন্দ্র করে এই দুই গোষ্ঠীর মধ্যে ও বিরোধ বাঁধে। এই বিবাদের জেরেই তাপসী মালিক খুনে অভিযুক্ত দেবু মালিকের ভাইপো রথীন মালিককে মনোনীত করায় তাপসী মালিকের বাবা মনোনরঞ্জন মালিক ক্ষুন্ন হয়। এই অবস্থায় বিক্ষুব্ধদের একটা গোষ্ঠী তৈরি হয়। স্বভাবতই তাঁরা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী। উল্লেখ্য, এবার সিঙ্গুরে মনোমালিন্য থাকলেও ভোট হয়েছে অপেক্ষাকৃত শান্তিপূর্ণভাবেই। সেই হিসেবে গ্রাম পঞ্চায়েতের এই ফলাফল প্রত্যাশিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!