এখন পড়ছেন
হোম > জাতীয় > বেনজির দ্বন্দ্ব বামফ্রন্টে, যেকোন মুহূর্তে পদত্যাগ করতে পারেন সীতারাম ইয়েচুরি

বেনজির দ্বন্দ্ব বামফ্রন্টে, যেকোন মুহূর্তে পদত্যাগ করতে পারেন সীতারাম ইয়েচুরি


হায়দরাবাদে সিপিএমের ২২তম পার্টি কংগ্রেসে দলীয় নেতা কর্মীদের অর্ন্তদ্বন্দ্ব বিষয়ে জনগন অবগত হলেন। নজরকাড়াভাবেই দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরী পার্টি কংগ্রেসে খসড়া রাজনৈতিক প্রস্তাব পেশ করতে পারলেন না। দলের সাধারণ সম্পাদকের পরিবর্তে  খসড়া রাজনৈতিক প্রস্তাব পেশ করেন প্রকাশ কারাত। এই খবর প্রকাশিত হয়েও বামপন্থী এই দলে বিভাজনের সম্ভবনার কথা অনুমান করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। দলীয় সূত্রের খবর অনুসারে বৃহস্পতিবার বিবাদ বাঁধে পশ্চিমবঙ্গের সিপিএম এবং কংগ্রেসের মৈত্রী সম্ভবনা বিষয়ে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সীতারাম ইয়েচুরি সহ-পশ্চিমবঙ্গের সিপিএম নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকার অপসারনের জন্যে কংগ্রেসের সাথে জোট করার প্রস্তাবে সম্মত। তাঁদের দাবি অনুযাই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে দেশজুড়ে ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হতে হবে। উল্লেখ্য গত জানুয়ারি মাসে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হলে তা খারিজ হয়ে যায়।এরপর থেকেই দলের প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক ও তাঁদের অনুগামীদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। জানা গেছে পার্টি কংগ্রেসে সীতারাম ইয়েচুরীর আনা প্রস্তাব কোনোভাবে মাণ্যতা না পেলে তিনি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিতেও পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!