এখন পড়ছেন
হোম > রাজ্য > সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে জিততে তৃণমূলের ইতিহাস জানতে বিশেষ প্রশিক্ষণ শাসকদলে.

সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে জিততে তৃণমূলের ইতিহাস জানতে বিশেষ প্রশিক্ষণ শাসকদলে.

শনিবার যুব তৃণমূলের ডাকে শিলিগুড়ির মিত্র সম্মিলনীর হলে সোশ্যাল মিডিয়ায় প্রচার নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রতিটি ব্লক থেকে বাছাই করা দলীয় কর্মী। যাদের মধ্যে ছাত্র-যুবদেরই সংখ্যাই ছিলো বেশি। এই শিবিরে তৃণমূল কংগ্রেস দলের অভ্যুত্থান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন ও আন্দোলন বিষয়ে উপস্থিত কর্মীদের সচেতন করা হলো। ২১ জুলাই নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হল । এদিন প্রদেশ তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের অন্যতম উদ্যোক্তা দীপ্তাংশু চৌধুরী বললেন, ”শুধুমাত্র স্বার্থের জন্য, যারা দলে এসেছে, তাদের কোনও স্থান নেই। তৃণমূলের অতীত ইতিহাস না জানলে দায়বদ্ধতা আসবে না। সে কারণেই তথ্যচিত্র দেখানো হয়েছে। একশো জনের ভিড়কে এক হাজার লোকের জমায়েত বলার দিন গিয়েছে। প্রতিটি সভা-কর্মসূচির ছবি দিতে হবে। তাতেই রাজ্য নেতৃত্ব জানতে পারবেন কোন কর্মসূচি কতটা সফল হলো।” ফেসবুকে তৃণমূলের কী কী ‘পেজ’ রয়েছে তা এ দিন দেখানো হয়েছে। দার্জিলিং জেলার জন্যও একটি পেজ খোলা হয়েছে। এদিনের কর্মসূচীতে স্থির হয় যে এ বার থেকে দলের ছাত্র-যুব যে কোনও সংগঠন, শাখা সংগঠনের অনুষ্ঠানের ছবি ও তথ্য ওই নব নির্মিত পেজে জানাতে হবে। কতজন তাতে অংশগ্রহণ করলেন সে বিষয়েও নিয়মিত নতুন খবর আপলোড করতে হবে। এদিনের কর্মসূচীতে এক যুব তৃণমূল নেতা বললেন, ”ধরুন কোনও পাড়ার তিনটে মেয়ে কন্যাশ্রীর টাকা পেল তাহলে সেই সাফল্য জানাতে হবে। একই সঙ্গে কেউ কন্যাশ্রী বা কোনও প্রকল্পের সুযোগ পাচ্ছে না। তা জেনে নিয়ে সমাধান করতে হবে। এই কাজে ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়াকে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!