এখন পড়ছেন
হোম > রাজ্য > শোভন কাণ্ডে উত্তাল পুরসভার বাজেট অধিবেশন

শোভন কাণ্ডে উত্তাল পুরসভার বাজেট অধিবেশন


আশঙ্কাকে সত্যি করে এদিন বাজেট অধিবেশন শুরু হতেই উত্তপ্ত হলো পুরসভা।এদিন আরএসপি কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় বলেন, ‘মেয়র সংবাদমাধ্যমের কাছে নিজের মুখেই স্বীকার করেছেন, তাঁর মানসিক অবস্থা ভালো নয়। তিনি কাজে মন দিতে পারছেন না।’আর তারপর অভিযোগ করেন যে তাঁর তাঁর এলাকায় ১০০ দিনের কাজে লোক নিয়োগ করা হচ্ছে না.এসময়েই তৃণমূলের সব কাউন্সিলরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।এর মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে বিরোধীরাও। কিন্তু না থেমে অনবরত আক্রমণ করতেই থাকেন দেবাশিসবাবু।পরিস্থিতি আস্তে আস্তে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গেলে চেয়ারপার্সন মালা রায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন।কিন্তু তাতেও থামেন নি কেউ.এরপর পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছে যায়। তখন মালাদেবী মাইক বন্ধ রাখার নির্দেশ দেন। এর পরে আস্তে আস্তে পরিস্থিতি আয়ত্তে আসে বলে জানা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!