এখন পড়ছেন
হোম > রাজ্য > দেড় বছর আগে ফল বেরোলেও দেখা নেই মেধা তালিকার, এসএসসি নিয়ে তীব্র আন্দোলন

দেড় বছর আগে ফল বেরোলেও দেখা নেই মেধা তালিকার, এসএসসি নিয়ে তীব্র আন্দোলন

সিপিএমের যুব সংগঠন ডিওআইএফ এবং ছাত্র সংগঠন এসএফআইয়ের আহ্বানে এদিন করুণাময়ী মোড়ে জমা হয় প্রচুর পরীক্ষার্থী। দেড় বছর আগে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ফল বেরোলেও তার মেধা তালিকা এখনো বার করা হয় নি। এছাড়াও ২০১৬ তে টেট- এর ফল প্রকাশের পর নিয়োগের জন্য আবেদন পত্র গ্রহণ করা হলেও সে বিষয়টিও থমকে আছে। এই সমস্ত দাবি নিয়ে তারা জমায়েত হয়ে এসএসসি ভবনে যান। সেখানে পুলিশের ব্যারিকেড পেরিয়ে মূল ফটকের সামনে সন্ধ্যা অবধি অবস্থানে বসেন।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে এদিন তারা কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন। এদিন ওয়েবকুটার নেতৃত্বে প্রায় কয়েকশো শিক্ষক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি, চুক্তিভিত্তিক এবং আংশিক সময়ের শিক্ষকদের চাকরির নির্দিষ্ট শর্তাবলী ও বেতনক্রমের দাবিতে বিকাশ ভবনে যান এবং শিক্ষামত্রীর কাছে স্মারকলিপি জমা দেন। এদিন কমিশন প্রধান সুবীরেশবাবু বলেন, “মোট শূন্য পদের ১০ শতাংশ পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত। কিন্তু শিক্ষামিত্র, শিক্ষাবন্ধুরা ওই সংরক্ষণের আওতায় আসতে চেয়ে মামলা করেন। আদালত স্থগিতাদেশ দেওয়ার মেধা-তালিকা প্রকাশ করা যাচ্ছে না। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও মামলার জট রয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!