এখন পড়ছেন
হোম > রাজ্য > শ্যামাপ্রসাদের মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে তৃণমূল-বিজেপি-র মধ্যে ব্যাপক সংঘর্ষ

শ্যামাপ্রসাদের মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে তৃণমূল-বিজেপি-র মধ্যে ব্যাপক সংঘর্ষ

গতকাল কলকাতায় ৭ জন কলেজ পড়ুয়া কেওড়াতলা শ্মশানের নিকট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার চেষ্টা করে। শুধু মূর্তি ভাঙাতেই তারা থামেনি আবক্ষ ঐ মূর্তির মুখে কালি মাখিয়ে দেয় তারা। প্রকাশ্য দিনের আলোয় এই কাজ করা ধৃত সাতজন নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে দাবি করেছে। এই নিয়ে কাল থেকে রাজ্য রাজনীতি কম উত্তপ্ত ছিল না। আজ বিজেপির তরফ থেকে কেওড়াতলা শ্মশান চত্বরে ওই মূর্তি শুদ্ধিকরণ করার কথা ছিল। কিন্তু বিজেপির একটি দল যখন কেওড়াতলা মহাশ্মশানে শ্যামপ্রসাদের ভেঙে যাওয়া কালিমাখানো মূর্তি দুধ দিয়ে সাফ করতে যান, সেই সময় বেশ কিছু তৃণমূল সমর্থক তাঁদের উপর হামলা করে বলে অভিযোগ।অভিযোগ আরো উঠেছে যে যারা বিজেপির উপর আক্রমণ করেছে তারা সবাই সেখানে আগে থেকেই অস্ত্র নিয়ে হাজির ছিল এবং তারা সবাই মালা রায় ও শোভন চট্টোপাধ্যায়ের লোকজন। এই নিয়েই বিজেপি ও তৃণমূল দু’পক্ষের সংঘর্ষ বাধে।অন্যদিকে রাসবিহারীতে আটকানো হয়েছে দিলীপ ঘোষের মিছিল। তাদের দুই সমর্থককে ব্যাপক মারধর করা হয়েছে বলে দাবি বিজেপির। এলাকায় চরম উত্তেজনা ছাড়িয়েছে।পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!