এখন পড়ছেন
হোম > রাজ্য > সংগঠন শুভ্রাংশু রায়ের হাত থেকে অর্জুন সিংয়ের হাতে যেতেই দুষ্কৃতি তাণ্ডব ঘিরে চাঞ্চল্য

সংগঠন শুভ্রাংশু রায়ের হাত থেকে অর্জুন সিংয়ের হাতে যেতেই দুষ্কৃতি তাণ্ডব ঘিরে চাঞ্চল্য


উত্তর ২৪ পরগনার নৈহাটির হুকুম চাঁদ জুটমিল -এর সমস্ত দ্বায়িত্ত্বভার ছিল বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের হাতে কিন্তু মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় তা চলে যায় ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের হাতে। আর এদিন সেই জুটমিলের তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেবার ঘটনা ঘটলো। সাথে চললো দুষ্কৃতীদের তাণ্ডব। অভিযোগ রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী দলীয় কার্যালয়ে ঢুকে হামলা চালায় পাশাপাশি আগুন লাগিয়ে দে বলেও অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে আশ্চর্যের বিষয় সিসিটিভি ফুটেজে অপরাধীদের দেখা গেলেও শনাক্ত করতে পারা যায় নি বলে জানিয়েছেন স্থানীয় শ্রমিক নেতা তাপস গুপ্তা ৷

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কারা এই কান্ড ঘটাতে পারে তা নিয়েও দলের অন্দরে দ্বন্দ্ব ছড়িয়েছে। কেননা অনেকের মতে এটা বাইরে থেকে লোক এনে বিজেপি করেছে। আবার অনেকে শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরেই কি এমনটা ঘটলো এই প্রশ্নও তুলেছেন। আর মুকুল রায় বিজেপিতে যাবার পর তৃণমূলে একপ্রকার ব্রাত্য বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রোয়ের গোষ্ঠী ও অপরদিকে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং- এর গোষ্ঠীর দিকেই নির্দেশ করছে। তবে এখনো পরিষ্কার নয় কেউই যে কে বা কারা এই তাণ্ডব করলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!