এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘অভিমান’ ভাঙিয়ে কেষ্টকে নতুন পুরস্কার দিচ্ছে দল

‘অভিমান’ ভাঙিয়ে কেষ্টকে নতুন পুরস্কার দিচ্ছে দল

পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসকদলকে আরো বড় চাপে ফেলতে চলেছে বিজেপি। নদিয়ার জেলা পরিষদের সদস্য সুনীল(কেষ্ট) পাল পার্থী না হতে পারার ‘অভিমানে’ যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু বিজেপিতে গিয়েও মন না থেকে যোগাযোগ রেখেছিলেন তৃণমূলের সাথে। ফলে এদিন তৃণমূলের মহসসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর নাকতলার বাড়িতে সুনীলবাবুর সঙ্গে অনেকক্ষণ বৈঠক করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উদ্দেশ্য ছিল সুনীলবাবুর ক্ষোভ কমানো।সেখানে তৃণমূলনেতা শঙ্কর সিংহও উপস্থিত ছিলেন।আর তাতেই গলে জল হয়েছেন সুনীলবাবু। বিজেপি ছেড়ে ফের ফিরেছেন তৃণমূলে। এদিন বৈঠকের পর পার্থবাবু জানান যে ” জেলা পরিষদের সদস্য হিসেবপ কাজ করেও এবার আসন পাননি সুনীলবাবু। ফলে ক্ষোভে বিজেপিতে চলে গেছিলেন।ওঁর অভিনান- ক্ষোভের যুক্তি আছে।উনি বিজেপির মনোনয়নপত্র প্রত্যাহার করে তৃণমূলেই ফিরে আসবেন।ওঁকে জেলায় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!