এখন পড়ছেন
হোম > জাতীয় > শুভেন্দুর কারণে কি ২০১৯ এর মহাজোট এবার ক্ষতির মুখে জল্পনা রাজনৈতিকমহলে

শুভেন্দুর কারণে কি ২০১৯ এর মহাজোট এবার ক্ষতির মুখে জল্পনা রাজনৈতিকমহলে


বিজেপিকে পরাস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় আর সোনিয়াগান্ধী মহাজোটের কথা মাথায় রেখে এগোচ্ছেন। আর এই নিয়ে অনেকটাই এগিয়েছেন দুজনেই। কিন্তু রাজ্য কংগ্রেসের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য সুর। তারা তৃণমূলের কাজে বড়োই অসন্তুষ্ট কেননা এখন শুভেন্দুবাবু অধীরবাবুর ঘর ভাঙতে উঠেপড়ে লেগেছেন। কিছুদিন আগেই ‘অধীর-গড়’ বলে পরিচিত মুর্শিদাবাদের কান্দির বিধায়ক অপূর্ব সরকার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবার তাঁর দেখানো পথেই মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক ও অধীর চৌধুরীর অন্যতম খাস নেত্রী বলে পরিচিত শাওনী সিংহরায় রাজ্যের শাসকদলে যোগ দিলেন।
ফলে বজায় চটেছেন রাজ্য কংগ্রেস নেতারা বলেই কানাঘুঁষো শোনা যাচ্ছে। কেননা যদি জোট করেন তবে এইভাবে একের পর এক বিধায়ক কর্মী-সমর্থক ভাঙানোর মানে কি ?এই প্রশ্ন ও তোলা হয়েছে কংগ্রেসের অন্দরে। অবশ্য সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী কি বলছেন তা নিয়ে এখনো অবশ্য কিছু জানা যায়নি। রাজনৈতিকমহলের মতে যেখানে কংগ্রেসের সংগঠন ভাঙতে একের পর এক আঘাত হানছে তৃণমূল তাতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব খুব একটা খুশি হবে না বলেই মনে হয়। আর এর ফলে ভুগতে হতে পারে বিজেপির বিরুদ্ধে প্রস্তুত হওয়া মহাজোট।আর এছাড়া রাজনৈতিকমহলের মতে এর ফলে বাম -কংগ্রেসের জোটকেই এগিয়ে রাখছে তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!