এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের দুঃচিন্তা বাড়িয়ে শুভেন্দু গড়ে হানা দিলো বিজেপি

তৃণমূলের দুঃচিন্তা বাড়িয়ে শুভেন্দু গড়ে হানা দিলো বিজেপি

আশ্চর্যজনক ভাবেই পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জয়লাভ করলো দু’টিতে। জানা গিয়েছে এই জেলায় ১৮৯টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এবং বামেদের দখলে তিনটি । প্রসঙ্গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে পূর্ব মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু আসনে জয় লাভের পাশাপাশি এখনও পর্যন্ত বিজেপি দু’টি গ্রামপঞ্চায়েতে বোর্ড গঠন করতে চলেছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য কাঁথি মহকুমার রামনগর ১ নং ব্লকের তালগাছারি ১ নং অঞ্চলে ১২ টি আসনের মধ্যে বিজেপি ৭টি ও তৃণমূল কংগ্রেস ৫ টি আসনে জয়লাভ করে। এছাড়া রামনগর ২ নং ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৭টি, বিজেপি ৩টি, সি পি এম ৩টি ও বিজেপি সমর্থিত নির্দল ৪টি আসনে জিতেছে। এখানে বিজেপি সি পি এম ও নির্দল মিলে বোর্ড গঠন করবে। জানা যাচ্ছে এখানেই বিজেপি সি পি এম ও নির্দল মিলে বোর্ড গঠন করবে।এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি প্রদীপ দাস বললেন, ”জেলা জুড়ে বিরোধীদের আটকানোর জন্য মনোনয়নের প্রথম দিন থেকেই জেলাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল শাসক দল। তাছাড়া ভোটের দিন বুথগুলিতে সন্ত্রাস চালিয়ে ছাপ্পা ভোট দেয় তৃণমূল। কিন্তু তাতেও রক্ষা করা গেল না দূর্গ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!