এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সংরক্ষণের গেরোয় শুভেন্দু-গড়ে বিরোধীদের ‘ধুয়ে দিতে’ শাসকদলের ভরসা এনারা

সংরক্ষণের গেরোয় শুভেন্দু-গড়ে বিরোধীদের ‘ধুয়ে দিতে’ শাসকদলের ভরসা এনারা

প্রার্থী সংরক্ষণের নিয়ম রক্ষার্থে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৬০টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার অবধি ৬০টি আসনের মধ্যে মোট ৪৫টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র পেশ করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কাঁথি, এগরা, হলদিয়া মহকুমার প্রতিটিতে ১১টি। তমলুকে জমা পড়েছে ১০টি মনোনয়ন। মহিষাদলে ২’টি। সাংসদ শিশির অধিকারী বলেছেন মনোনয়নপত্র পেশ করার শেষদিন অর্থাৎ ৯ই এপ্রিলের মধ্যে বাকি আসনগুলিতে মনোনয়নপত্র পেশ করা হয়ে যাবে। এবার জেলা সভাধিপতির আসন ওবিসি সংরক্ষিত। সেই কারণে গতবারের জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মন্ডল এবং বর্তমান জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ দেবব্রত দাস এদের মধ্যে সভাধিপতি হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন দেবব্রত দাস। উল্লেখ্য এবার সংরক্ষণের কারণে প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন, জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান। এছাড়াও বহু প্রার্থীর আসন উল্লেখযোগ্যভাবেই বদল হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!