এখন পড়ছেন
হোম > রাজ্য > ছোট আঙারিয়া গণহত্যা ‘খ্যাত’ তপন ঘোষকে হেনস্থার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

ছোট আঙারিয়া গণহত্যা ‘খ্যাত’ তপন ঘোষকে হেনস্থার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

ছোট আঙারিয়া গনহত্যা ‘খ্যাত’ তপন ঘোষ ও সিপিএম এর গড়বেতা এরিয়া কমিটির সম্পাদক দিবাকরবাবুকে হেনস্তার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।এদের ভিতর দিবাকর ভুঁইয়া এবারের ভোটে জেলা পরিষদে লড়ছেন।দুজনেই সিপিএম এর একসময়ের দাপুটে নেতা।মনোনয়নের আগে এমন দুই নেতাকে হেনস্থার অভিযোগকে ঘিরে দিনভর সরগরম ছিল গড়বেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যায়,রবিবার সকালে দলীয় বৈঠক সেরে গড়বেতা আদালতের সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তপনবাবু ও দিবাকরবাবু।তাঁরা অভিযোগ জানান যে বেঞ্চে বসে নিজেদের ভিতর কথাচলাকালীন হঠাৎ এক তৃণমূলকর্মী এসে তাদের ব্যঙ্গ-বিদ্রুপ শুরু করে।তারপর তাদের হেনস্থা করা হয়।প্রশ্ন ওঠে কেন সিপিএম এর তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।জবাবে দিবাকরবাবু জানান,” কোনোরকম প্ররোচনায় আমরা পা দেবো না বলেই কোথাও অভিযোগ জানাচ্ছি না।তাছাড়া,পুলিশে জানিয়েও তো কোনো লাভ নেই।”
শাসকদল অবশ্য সিপিএম নেতাদের এই হেনস্থার অভিযোগ খারিজ করে দিয়েছে।দলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, ”এর সঙ্গে দলের কেউ জড়িত নয়। তবে গড়বেতার মানুষ সন্ত্রাস সৃষ্টিকারীদের সহ্য করতে পারছেন না। তাই ছোট আঙারিয়া কাণ্ডে জড়িত সিপিএম নেতাদের দেখতে পেয়ে চলে যেতে বলেছিলেন।” গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তীরও দাবি, ”জনরোষের ফলেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”হিসেবে কাজ করছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!