এখন পড়ছেন
হোম > রাজ্য > আংশিক সময়ের ও চুক্তিবদ্ধ শিক্ষকদের জন্য বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

আংশিক সময়ের ও চুক্তিবদ্ধ শিক্ষকদের জন্য বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সদস্য গৌরাঙ্গ দেবনাথের নেতৃত্বে এদিন আন্দোলনে নামলেন শিক্ষকরা। প্রায় পাঁচ হাজার আংশিক সময়ের ও চুক্তিবদ্ধ শিক্ষকের চাকরি স্থায়িকরণ ও বেতন বৃদ্ধি সহ আরো ১১ দফা দাবি নিয়ে এদিন শিক্ষকরা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করেন। এদিন গৌরাঙ্গ বাবু জানান“মূলত স্থায়ীকরণ, ৪০ হাজার টাকা ন্যূনতম বেতন আমাদের দাবি ছিল। এছাড়া ৯টি দাবি রয়েছে। মোট ১১ দফা দাবিতে আমরা আজ দেখা করেছি। শিক্ষামন্ত্রী ভেবে দেখবেন বলে জানিয়েছেন।” বিষয়টির পরিপ্রেক্ষিতে এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান,“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৯ তারিখ দলের কোর কমিটির মিটিংয়ে ওই শিক্ষকদের বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছিলেন। বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলে নোট তৈরি করে অর্থ দপ্তরে পাঠানো হবে যাতে তাড়াতাড়ি সমাধান সূত্র বের হয়। যাদের UGC গাইডলাইন অনুযায়ী যোগ্যতা আছে তাঁদের একদিকে এবং যাঁদের নেই তাঁদের অপরদিকে রেখে আমাদের ভাবতে হবে কীভাবে কী করা যায়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!