প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো আদালত চাকরি জাতীয় May 7, 2018 দেশের উচ্চতম আদালতে এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সাতটি মামলার শুনানি হলো। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কারা যোগ্য তা বাছাই করার নির্দেশ দিয়েছে এবং তার ভিত্তিতেই যোগ্যতমকে নিয়োগের আদেশ দিয়েছে। এদিন বিচারপতি ক্যুরিয়ন জোসেফ এবং বিচারপতি এম সান্তনাগৌড়ার ডিভিশন বেঞ্চ কারা যোগ্য তা বাছাই করার ভার প্রাপ্ত তিন সদস্য গঠিত ‘ভেরিফিকেশন কমিটি’র পরিবর্তে নতুন করে ‘পশ্চিমবঙ্গ লিগাল এইড অথরিটি’কে স্ক্রুটিনি করার নির্দেশ দিল। এদিন চাকরী প্রার্থীদের তলব করে তাদের থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আগামী ৯০ দিনের মধ্যে যাবতীয় স্ক্রুটিনির কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এই মামলায় চাকরী প্রার্থীদের হয়ে সওয়াল করলেন আইনজীবী শান্তিরঞ্জন দাশ ও অনিন্দ্য মুখোপাধ্যায়। আইনজীবিদের থেকে মামলার মূল্যায়ণ শোনার পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এদিন ভেরিফিকেশন কমিটিকে কার্যত বাতিল করে দিলেন। এবং আদালতের নির্দেশ স্বরূপ জানালেন পশ্চিমবঙ্গ লিগাল এইড অথরিটি প্রাথমিকে শিক্ষকতার চাকরীর জন্য আবেদনকারী যারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন তাঁরা সংশ্লিষ্ট কাজে আদৌ যোগ্য কী না সে বিষয় খতিয়ে দেখবেন। এমনকি সংগঠক শিক্ষকদের যে অ্যাসোসিয়েশন বা সংগঠন মামলা করেছে, তাদের সদস্যের মধ্যে কারা যোগ্য, তা স্ক্রুটিনি করা হবে। এরপরে প্রাথমিকে শিক্ষকতার জন্য যোগ্য প্রার্থীদের নাম সরকারকে সুপারিশ করবে। শেষে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আদেশ দেয় যোগ্য আবেদনকারীদের চাকরি দিতে হবে। এখন সুপ্রিম কোর্টের এই নির্দেশ কতটা ফলপ্রসু হয় সেটাই দেখার। আপনার মতামত জানান -