এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দাপুটে বিধায়কের ছেলে,মেয়ে সবাই প্রার্থী- পরিবারতন্ত্র নিয়ে সরগরম পুরুলিয়ার রাজনীতি

দাপুটে বিধায়কের ছেলে,মেয়ে সবাই প্রার্থী- পরিবারতন্ত্র নিয়ে সরগরম পুরুলিয়ার রাজনীতি

দাপুটে বিধায়কের ছেলে, মেয়ে সবাই প্রার্থী- পরিবারতন্ত্র নিয়ে সরগরম পুরুলিয়ার রাজনীতি। পুরুলিয়ার কাশিপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথোরিয়ার পুত্র সৌমেন পঞ্চায়েত সমিতির সদস্য হলেও জেলাপরিষদের হুড়া ব্লকের ২৩ নম্বর আসনে থেকে লড়ছেন। সৌমেন কম্পিউটার সায়েন্সে বি-টেক করার পর সেক্টর ফাইভে মোটা মাইনের চাকরি করেছেন ২ বছর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরই বাবার পথ অনুসরণ করে ২০০৯ সালে দলের যুব নেতা হন তিনি। এবার বাবা ও দাদার পথ অনুসরণ করছেন সুপ্রিয়া। বাবা তো আছেনই কিন্তু দাদার কাছেই রাজনীতির পথ নিচ্ছেন তিনি। আর তাই সুপ্রিয়াকে কাশীপুর পঞ্চায়েত সমিতির ২৭ নম্বর আসন থেকে প্রার্থী করছেন সুপ্রিয়া হালদারের বাবা তথা বিধায়ক স্বপনবাবু। সুপ্রিয়া কাশীপুর মাইকেল মধুসূদন কলেজ থেকে ২০১১ সালে বিএ  পাশ করেন। এখন বিষ্ণুপুরে দুই ছেলে ও স্বামী নিয়ে তাঁর সংসার। শুধু দাদা, বাবা নয় সুপ্রিয়ার প্রচারে সাথে থাকবেন সৌমেনের স্ত্রী তনুশ্রী বেলথোরিয়া মিশ্র। সুপ্রিয়ার কথায়, ‘আমি কলেজ ভোটে দাঁড়িয়েছিলাম। কিন্তু জিততে পারিনি। আসলে ভালভাবে প্রচার করা যায়নি। তবে এবার তা হবে না। আমার হয়ে প্রচারে নামবে দাদা, বৌদি, বাবা। তাছাড়া আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। ফলে আমি জিতবই।’ এদিন সৌমেন জানান, ‘এবার আমার জেলাপরিষদের আসন। ফলে লড়াই আরও বেশি। তবে দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করবই। তবে নিজের প্রচারের কাজের মধ্যেও যতটা পারছি বোনকে সাহায্য করছি।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!