এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল ও কমিশন জোট যে হাস্যকর অবস্থা তৈরি করেছে তাতে কোনও লাভ হবে না: বিজেপি

তৃণমূল ও কমিশন জোট যে হাস্যকর অবস্থা তৈরি করেছে তাতে কোনও লাভ হবে না: বিজেপি


গেরুয়া শিবিরের পক্ষ থেকে এদিন মন্তব্য করা হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য নির্বাচনের যৌথ উদ্যোগে রাজ্যে যে অরাজকতা তৈরী হয়েছে তা নিতান্তই হাস্যপদ। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “এখানকার কমিশনারের কোনও ক্ষমতা নেই যে তিনি কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন। ওনার কথাকে কেউ পাত্তাই দেবে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখানকার সরকার যখন সন্ত্রাস চায় তখন সন্ত্রাস হবেই। নির্বাচন কমিশনার যতই বলুন, মুখ্যমন্ত্রী না চাইলে সন্ত্রাস বন্ধ হবে না।তবে, নির্বাচন কমিশনের এই নির্দেশ আমাদের অভিযোগকে সমর্থন করল।” পুলিশ প্রশাসন সহ সরকারি উচ্চ পদস্থ আধিকারিকদের দেওয়া রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশনামার কথা উল্লেখ করে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা বললেন, “রোগী মারা যাওয়ার পর ডাক্তার ডাকার মতো অবস্থা। বিনাশকালে বিপরীত বুদ্ধি। এটা কমিশনের বুদ্ধি নয়, তৃণমূলের বুদ্ধি। তৃণমূলের বুদ্ধিতেই কমিশনের আজকে সম্মানহানি হচ্ছে, নাস্তানাবুদ হচ্ছে। আর এই যে নির্দেশটা দেওয়া হয়েছে, এটা আই ওয়াশ ছাড়া কিছু নয়। এই আই ওয়াশ করতে গিয়ে আবার বদনাম বাড়াতে চলেছে। তবে, এ সব করে কিছু লাভ হবে না। তৃণমূল ও কমিশন জোট যে হাস্যকর অবস্থা তৈরি করেছে তাতে কোনও লাভ হবে না। বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, তাতে এই মামলায় গণতন্ত্ররেই জয় হবে।” যদিও, রাজ্য নির্বাচন কমিশনের যুগ্ম সচিব শান্তনু মুখোপাধ্যায় জানালেন, “পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আদালত। কমিশন যে চিঠিটা পুলিশকে দিয়েছে, সেটা সম্পূর্ন আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত। কমিশনের তো এখন কাজ আইনশৃঙ্খলাটাও দেখা। এটার সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার কোনও যোগ নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!