এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের ‘ভয়ে’ শাসকদল গিয়েও অবশেষে ফিরলেন প্রাক্তন দলে, হাসি চওড়া বামপন্থীদের

তৃণমূলের ‘ভয়ে’ শাসকদল গিয়েও অবশেষে ফিরলেন প্রাক্তন দলে, হাসি চওড়া বামপন্থীদের

বাম ছেড়ে শাসকদল ফের শাসকদল ছেড়ে বামে অদ্ভুত নাটক দেখা গেলো এদিন পঞ্চায়েত নির্বাচন পর্বে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের হাজারবেড়া গ্রামে। বামফ্রন্টের হয়ে প্রথমে মনোনয়ন পত্র জমা দিলেও ছবি ওঁরাও-কে হাঁটতে দেখা গিয়েছিলো তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচার মিছিলে। এরকম আচরণের কারণ জানতে চাইলে তিনিই তখন প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তাঁকে কেউ জোর করে নি। তিনি স্বেচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নযজ্ঞে সামিল হতে মিছিলে হেঁটেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার সেই ছবি ওঁরাও-কেই আবার উল্টো সুর গাইতে দেখা গেলো এদিন।পানাগড়ে বামেদের এক জনসভায় মঞ্চে সূর্যকান্ত মিশ্রের পাশেই বসে ছিলেন তিনি। সিপিএমের জনসভায় তারঁ থাকার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জানান তৃণমূলের লোক নাকি তাকে ভয় দেখিয়ে মিছিলে নিয়েছিলেন। হাতে তৃণমূলের দলীয় পতাকা ধরানো হয়েছিলো তাঁর জোর করে এবং ভয় দেখিয়ে নির্বাচন থেকে নাম তুলে নেওয়ার চাপও দেওয়া হয়েছিলো।
ছবিদেবীকে দলে আবার ফিরে পেয়ে জয়ের হাসি এখন এলাকার বামেদের মুখে।তাঁকে অভিনন্দনও জানালেন সূর্যকান্তবাবু ফুলের স্তবক তুলে দিয়ে এবং এটাও নিশ্চিত করলেন যে ছবি ওঁরাও সিপিএম প্রার্থী হয়েই পঞ্চায়েত ভোটে লড়বেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!