এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটের ময়দানে এবার বিজেপির ভূত দেখতে শুরু করেছে তৃণমূল, দাবি দিলীপ ঘোষের

ভোটের ময়দানে এবার বিজেপির ভূত দেখতে শুরু করেছে তৃণমূল, দাবি দিলীপ ঘোষের


গতকাল হাইকোর্টে পঞ্চায়েত মামলার রায় নিয়ে রাজ্যের শাসকদলকে বিদ্রুপ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দলের নির্বাচনী প্রচার কার্যে  বর্ধমানের পূর্বস্থলীতে উপস্থিত থেকেই তিনি বললেন, “হাইকোর্টে হেরেও নিজেদের জয় বলে ফলাও করে বিবৃতি দিচ্ছেন তৃণমূলের নেতারা। কোর্ট চত্বরে হুঙ্কার ছাড়ছেন। কিন্তু সেসব হুঙ্কার মিলিয়ে যাবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দিলীপ বলেন, আমরা আর ভয় পাই না। আমরা বাংলা জয় করতে সমস্ত ভয় কাটিয়ে উঠেছি। সেই কারণেই তো বীরভূমে কেষ্ট মণ্ডলকে ঘরে ঢুকিয়ে দিতে পেরেছিলাম। কদিন রা কাটতে পারেননি। আর পার্থবাবুও তো উল্টোপাল্টা বকতে শুরু করেছেন। এসব দেখে মনে হচ্ছে ওরা এখন ভয় পেতে শুরু করেছে। তাই ওরা যাতে ভয় পায়, সেই ব্যবস্থাই করতে হবে।”  দলীয় প্রচার কার্যে গিয়ে এদিন তিনি মারের বদলে মার নীতির কথা উল্লেখ করে এলাকার স্থানীয় দলীয় কর্মী সমর্থককে জানালেন নির্বাচনে বহিরাগত প্রবেশ রুখতে বাঁশ কেটে পালিশ করে রাখতে। নির্বাচনে বিজেপির জয়লাভের প্রসঙ্গে দিলীপ বাবু বললেন, “বিজেপি এবার নির্বাচনে ভালো ফল করবেই। রাজ্যে সুষ্ঠু নির্বাচনের কোনও পরিবেশ নেই। তবে মানুষ যদি ভোট চান, তাহলে তা কেউ আটকাতে পারবে না। আমার বিশ্বাস এই পঞ্চায়েত থেকেই মানুষ ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!